স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রবাদপ্রতীম জনপ্রিয় গায়িকা ভারতরত্ন সুশ্রী লতা মঙ্গেশকরের প্রয়াণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ শোকপ্রকাশ করেছেন


সুর ও সঙ্গীতের সমার্থক লতা দিদি তাঁর সুমধুর ও মন্ত্রমুগ্ধকর কন্ঠস্বরের মাধ্যমে না কেবল ভারতে, বরং সারা বিশ্বে প্রতিটি প্রজন্মের মানুষের জীবনে অপার খুশি নিয়ে এসেছিলেন

प्रविष्टि तिथि: 06 FEB 2022 1:28PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৬ ফেব্রুয়ারি, ২০২২
 
প্রবাদপ্রতীম জনপ্রিয় গায়িকা ভারতরত্ন সম্মানে ভূষিত সুশ্রী লতা মঙ্গেশকরের প্রয়াণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ গভীর শোকপ্রকাশ করেছেন। একগুচ্ছ ট্যুইটে শ্রী শাহ বলেছেন, "সুর ও সঙ্গীতের সমার্থক লতা দিদি তাঁর সুমধুর ও মন্ত্রমুগ্ধকর কন্ঠস্বরের মাধ্যমে না কেবল ভারতে, বরং সারা বিশ্বে প্রতিটি প্রজন্মের মানুষের জীবনে অপার খুশি নিয়ে এসেছিলেন। সঙ্গীত জগতে তাঁর অবদান শব্দে প্রকাশ করা সম্ভব নয়। তাঁর প্রয়াণ আমার কাছে ব্যক্তিগত ভাবে অপূরণীয় ক্ষতি।"
 
তিনি আরও বলেছেন, "বিভিন্ন সময় আমি লতা দিদির ভালবাসা ও আশীবার্দ পেয়েছি। এজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তাঁর অতুলনীয় দেশপ্রেম, মধুরবাণী এবং বিনয়ী আচরণের জন্য সর্বদাই তিনি আমাদের মধ্যে থাকবেন। তাঁর পরিবার ও অগণিত গুণমুগ্ধকর অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।"
 
 
CG/BD/AS/

(रिलीज़ आईडी: 1795985) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Tamil , Telugu