সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

অটোমেটেড টেস্টিং স্টেশনের মাধ্যমে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নেওয়ার আবশ্যকতা সম্পর্কে খসড়া বিজ্ঞপ্তি জারি

Posted On: 04 FEB 2022 12:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২২
 
অটোমেটেড টেস্টিং স্টেশনগুলির স্বীকৃতি, নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিচালনার জন্য আইনের ১৭৫ ধারা অনুযায়ী, যানবাহনের ফিটনেস সম্পর্কিত সার্টিফিকেট এ ধরনের কেন্দ্র থেকে নেওয়ার আবশ্যকতা সম্পর্কে জনসাধারণের মতামত জানতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে ভারী পণ্যবাহী যানবাহন, ভারী যাত্রীবাহী যানবাহনের জন্য এ ধরনের শংসাপত্র নেওয়া ২০২৩-এর পয়লা এপ্রিল থেকে বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। একইভাবে, মাঝারি ওজনের পণ্যবাহী যানবাহন ও মাঝারি ওজনের যাত্রীবাহী যানবাহন তথা হাল্কা ওজনের যানবাহনের (পরিবহণ) ক্ষেত্রে এ ধরনের সার্টিফিকেট নেওয়া ২০২৪ সালের পয়লা জুন থেকে বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
 
খসড়া বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/feb/doc20222412201.pdf
 
 
CG/BD/SB


(Release ID: 1795455) Visitor Counter : 156