স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ : অসত্য ও প্রকৃত তথ্য
Posted On:
03 FEB 2022 3:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ ফেব্রুয়ারি, ২০২২
বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, ফেব্রুয়ারি মাসের শেষে ৫০ লক্ষ অব্যবহৃত কোভিশিল্ড ডোজের টিকা নষ্ট হয়ে যেতে পারে। এ ধরনের প্রতিবেদনগুলি ভিত্তিহীন এবং রাজ্য অনুযায়ী কোনও নির্দিষ্ট তথ্য ছাড়াই ডোজগুলির মেয়াদ শেষ হওয়ার তারিখের কাছাকাছি বলে দাবি করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে সমস্ত রাজ্য সরকারগুলিকে কোভিড-১৯ টিকাদান অভিযানের শুরু থেকে এই সমস্যা পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে এবং টিকার ডোজের অপচয় ন্যূনতম হ্রাস ও ৬০টি টিকা সরবরাহকারী কেন্দ্র থেকে ‘ফাস্ট এক্সপায়ারি ফাস্ট আউট (এফইএফও)’ নীতির উপর ভিত্তি করে টিকা সরবরাহ নিশ্চিত করতে বলেছে।
গত বছরের নভেম্বর মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে নিয়মিতভাবে সরকার সহ বেসরকারি হাসপাতালের কাছে উপস্থিত আগামী দিনে মেয়াদ শেষ হতে পারে, এমন কোভিড টিকার অবস্থা পর্যালোচনা করতে বলা হয়েছে।
রাজ্যগুলিকে এও পরামর্শ দেওয়া হয়েছে যে, সরকারি-বেসরকারি সুবিধা কেন্দ্রে যাতে টিকার মেয়াদ উত্তীর্ণ না হয়, তাও দেখতে হবে। এমনকি, বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে টিকার ডোজ ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে স্বাস্থ্য বিষয়ক মুখ্যসচিব/প্রধান সচিবকে ভিডিও কনফারেন্স করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় টিকাকরণ পরিচালনা/টিকাদান, বেসরকারি হাসপাতালে ভর্তুকি হারে টিকাকরনের মতো বিষয়গুলিও খতিয়ে দেখার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দিষ্ট কয়েকটি রাজ্যের অনুরোধের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে, টিকার মেয়াদ শেষ হওয়া এবং ডোজ নষ্ট হওয়া এড়াতে ব্যতিক্রমী কারণ ছাড়া বেসরকারি ক্ষেত্রের স্বাস্থ্য সুবিধা থেকে রাজ্য সরকারের স্বাস্থ্য সুবিধা কেন্দ্রে টিকা হস্তান্তরের প্রস্তাবিত ব্যবস্থায় কোনও আপত্তি থাকবে না।
পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, গুজরাট এবং দিল্লির মতো রাজ্যগুলির সঙ্গে আলোচনায় সুনিশ্চিত করা হয়েছে, যাতে বেসরকারি কোভিড টিকা কেন্দ্রগুলিতে উপস্থিত টিকার ডোজ যথাযথভাবে ব্যবহার করা হয়।
CG/SS/SB
(Release ID: 1795225)
Visitor Counter : 167