অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

‘স্বাস্থ্য ও শিক্ষা সেস’ ব্যবসায়িক ব্যয় হিসেবে অনুমোদিত নয়

Posted On: 01 FEB 2022 1:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২২
 
‘স্বাস্থ্য ও শিক্ষা সেস’ ব্যবসায়িক ব্যয় হিসেবে অনুমোদিত নয়। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ পেশ করার মাধ্যমে এটি স্পষ্ট করে জানিয়েছেন।
 
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে, ব্যবসায়িক আয়ের ক্ষেত্রে আয়করকে ব্যয় হিসেবে গণ্য করা হবে না। এর মধ্যে কর ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে। 
 
তিনি জানান যে, সরকারি কিছু কল্যাণমূলক কর্মসূচিতে অর্থের যোগানের জন্য করদাতার উপর অতিরিক্ত সারচার্জ হিসেবে ‘স্বাস্থ্য ও শিক্ষা সেস’ আরোপ করা হয়েছে। উল্লেখ্য, কিছু আদালত ব্যবসায়িক আয় হিসেবে স্বাস্থ্য ও শিক্ষা সেস অনুমোদন করেছে, যা আইনগত উদ্দেশ্য পরিপন্থী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পুনরায় জানিয়েছেন যে, ব্যবসায়িক ব্যয় হিসেবে আয় এবং লাভের উপর কোনো সারচার্জ বা সেস গ্রহণযোগ্য নয়। 
 
CG/SS/SKD/

(Release ID: 1794460) Visitor Counter : 262