অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা 'ডিজিটাল রুপি' চালু করার কথা ঘোষণা


দেশের ৭৫ টি জেলায় ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট বাণিজ্যিক ব্যাঙ্কের মাধ্যমে স্হাপন করা হবে

২০২২ সালের মধ্যে দেড় লক্ষ পোস্ট অফিসকে শতকরা একশ ভাগ কোর ব্যাঙ্কিং পদ্ধতির আওতায় নিয়ে আসা হবে

प्रविष्टि तिथि: 01 FEB 2022 1:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন আজ সংসদে বাজেট পেশ করে বলেছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক ২০২২-২৩ অর্থবছরের ব্লকশৃংখল এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহার করে একটি নতুন ডিজিটাল রুপি ইস্যু করবে। তিনি বলেন, সেন্ট্রাল ব্যাঙ্কের ডিজিটাল মুদ্রা প্রবর্তন ডিজিটাল অর্থনীতিতে একটি বড় উৎসাহ যোগাবে। এই ডিজিটাল মুদ্রা আরও দক্ষ পরিষেবা দিতে সাহায্য করবে।
 
তিনি বলেছেন, সরকার ডিজিটাল সম্পদের স্থানান্তরের জন্য অর্থ প্রদানের ওপর উৎস স্থলে ১ শতাংশ কর কাটার কথা ঘোষণা করেছে।
 
অর্থমন্ত্রী আরো ঘোষণা করেছেন যে ডিজিটাল সম্পদ স্থানান্তর থেকে যেকোনো আয়ের ওপর ৩০ শতাংশ কর ধার্য করা হবে। ভারতের সমস্ত ধরনের ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার জন্য একটি বিল উত্থাপন করা হবে বলে তিনি জানান।
 
সরকার ডিজিটাল ব্যাঙ্কিং এর উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে বলে তিনি জানিয়েছেন। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সেজন্য দেশের ৭৫ টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট গড়ে তোলা হবে। এগুলি বাণিজ্যিক ব্যাঙ্কের সাথে থাকবে।
 
সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২২ সালের মধ্যে দেড় লক্ষ ডাকঘর কে একশ শতাংশ ওর ব্যাঙ্কিং পদ্ধতির আওতায় নিয়ে আসা হবে।
 
ডিজিটাল পেমেন্ট- এর প্রতিও সরকার যথেষ্ট উৎসাহ দেয় এবং আরও দেবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।
 
 
CG/ SB

(रिलीज़ आईडी: 1794445) आगंतुक पटल : 371
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam