সংস্কৃতিমন্ত্রক
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে স্বাধীনতা সংগ্রামে প্রচারের আলোয় না থাকা ভারতীয় নায়িকাদের তথ্য সম্বলিত ছবির বই প্রকাশ করেছেন শ্রীমতী মিনাক্ষী লেখী
Posted On:
27 JAN 2022 4:47PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ জানুয়ারি, ২০২২
কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রীমতী মিনাক্ষী লেখী আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে নতুন দিল্লিতে স্বাধীনতা সংগ্রামে প্রচারের আলোয় না থাকা ভারতীয় নায়িকাদের তথ্য সম্বলিত ছবির বই প্রকাশ করেছেন । ভারতের জনপ্রিয় প্রকাশনা অমর চিত্র কথার সঙ্গে যৌথ উদ্যোগে এই বই প্রকাশ করা হয়েছে।
শ্রীমতী লেখী এই উপলক্ষে তাঁর ভাষণে বলেন, দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ এবং বিপ্লবের ভাবধারাকে যেসব মহিলারা এগিয়ে নিয়ে গেছেন তাঁদের কয়েকজনের জীবনকথা এই বইতে তুলে ধরা হয়েছে। সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে যেসব রাণিরা লড়াই করেছেন এবং মাতৃভূমির জন্য যেসব মহিলারা আত্মোৎসর্গ করেছেন এই বইটিতে তাঁদের কয়েকজনের বিষয়ে জানান হয়েছে।
মন্ত্রী বলেন, আমরা যদি ভারতের গৌরবোজ্জ্বল অতীতের দিকে তাকাই তাহলে দেখতে পাবো, ভারতীয় সংস্কৃতিতে লিঙ্গ বৈষম্যের কোনো স্থান নেই। মহিলারা যুদ্ধ ক্ষেত্রে সমান সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। এই বইটিতে সেরকমই কয়েকজন প্রচারের আলোয় না থাকা নায়িকার কথা তুলে ধরা হয়েছে। উদাহরণ হিসেবে শ্রীমতী লেখি রাণি আব্বাক্কার কথা জানান, যিনি দীর্ঘদিন ধরে পর্তুগীজ হানার বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু তাঁর কথা আমাদের ইতিহাসে তুলে ধরা হয়নি। প্রধানমন্ত্রী এইসব নায়ক – নায়িকাদের বিষয়ে তথ্য সর্বধারণের সামনে তুলে ধরতে চান। তারই অঙ্গ হিসেবে আজাদি কা অমৃত মহোৎসবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রীমতী লেখি জানান, আমরা যখন আমাদের যুব সম্প্রদায়কে অতীতের বিষয়ে জানাব এবং তারা যখন তাদের ইতিহাস জেনে গর্বিত হবে, তখনই স্বাধীনতা উদযাপনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। তিনি অমর চিত্র কথা সংস্থার সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এই সংস্থাটি দীর্ঘদিন ধরে ছোট ছোট ছেলেমেয়েদের কাছে ঐতিহাসিক ব্যক্তিত্বদের বিষয়ে নানা তথ্য উপস্থাপিত করেছে । দ্বিতীয় পর্বে ২৫ জন আদিবাসী সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে তথ্য তুলে ধরা হবে। তৃতীয় পর্বে প্রচারের আলোয় না থাকা আরও ৩০ জন স্বাধীনতা সংগ্রামীর সম্পর্কে জানানো হবে।
এই বইতে কর্ণাটকের উল্লালের রাণি আব্বাক্কা ছাড়াও শিবগঙ্গার রাণি ভেলুনাচিয়েরের জীবন সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। এছাড়াও ঝাঁসির রাণি লক্ষ্মীবাঈয়ের অন্যতম পরামর্শদাত্রী ঝালকারি বাঈ-এর বিষয়ে তথ্যও বইটিতে স্থান পেয়েছে। বাংলার সাহসী স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা౼ যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন, তাঁর সম্পর্কেও তথ্য বইটিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও গুলাপ কৌর, চাকলী ইলাম্মার কথাও ছবিতে বর্ণনা করা হয়েছে। সরোজিনী নাইডুর কন্যা স্বাধীনতা সংগ্রামী পদ্মজা নাইডু౼ যিনি পরবর্তীতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপালিনী যিনি পরবর্তীতে উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন – এঁদের সংগ্রামের কথাও বইটিতে স্থান পেয়েছে। এই বইয়ে আর যাঁদের কথা উল্লেখ করে হয়েছে তাঁরা হলেন – বিষ্ণি দেবী শাহ্, সুভদ্রা কুমারী চৌহ্বান, দুর্গাবতী দেবী, আকাম্মা চেরিয়ান, অরুণা আসফ আলি, দুর্গাবাঈ দেশমুখ, রাণি গাইদিনলিউ, ঊষা মেহেতা, পার্বতী গিরি, তারকেশ্বরী সিনহা, স্নেহলতা ভার্মা, তিলেশ্বরী বড়ুয়া।
CG/CB/SKD/
(Release ID: 1793345)
Visitor Counter : 245