স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৬৪ কোটি ৪৪ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৫৭ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৩.৬০ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫১ হাজার ২০৯

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ৫ হাজার ৬১১

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১৭.৪৭ শতাংশ

Posted On: 28 JAN 2022 9:27AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি, ২০২২

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫৭ লক্ষ ৩৫ হাজার ৬৯২। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৬৪ কোটি ৪৪ লক্ষ ৭৩ হাজার ২১৬। 

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

 

সতর্কতামূলক ডোজ

,০৩,৯৪,১২৬

 

৯৮,৪৩,৯৫৫

 

 

৩০,৮০,২৬৮

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

সতর্কতামূলক ডোজ

,৮৩,৯৩,১৭৮

 

,৭১,৮৭,১২২

 

৩৭,৭২,২৩০

 

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৪৩,৮৯,১৩৭

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৩,৭৯,৩৪,৯২৬

 

৩৯,৭২,৭২,৮০৭

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৯,৯৭,৩১,০৮৩

 

১৬,৯০,৬৮,১৪৫

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১২,৪৪,৮৬,১৩৪

 

১০,৫৪,৩১,১৬১

 

৩৯,৮৮,৯৪৪

 

 

সতর্কতামূলক ডোজ

,০৩,৪১,৪৪৪

 

মোট

 

,৬৪,৪৪,৭৩,২১৬

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৮০ লক্ষ ২৪ হাজার ৭৭১।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৩.৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ২০৯ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২১ লক্ষ ৫ হাজার ৬১১ হয়েছে, যা মোট আক্রান্তের ৫.১৮ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ লক্ষ ৮২ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭২ কোটি ৩৭ লক্ষ ৪৮ হাজার ৫৫৫।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১৭.৪৭ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১৫.৮৮ শতাংশ।


CG/SS/SB


(Release ID: 1793329) Visitor Counter : 173