প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ১৭ই জানুয়ারি ডব্লুইএফের ডাভোস অ্যাজেন্ডায় “বিশ্বের পরিস্থিতি”-র বিষয়ে বিশেষ বক্তব্য রাখবেন

Posted On: 16 JAN 2022 7:07PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৬ই জানুয়ারি, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৭ই জানুয়ারি ভারতীয় সময় রাত ৮টা৩০ মিনিটে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ডাভোস অ্যাজেন্ডায় “বিশ্বের পরিস্থিতি”-র বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ বক্তব্য রাখবেন।

ভার্চ্যুয়ালি এই সম্মেলন হবে ১৭ থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরশুলা ফন ডেয়ার লেয়ান , অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো, ইজ্রায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট,‌ চীনের রাষ্ট্রপতি শি জিংপিং সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে বক্তব্য রাখবেন। সম্মেলনে শিল্প সংস্থা, আন্তর্জাতিক সংগঠন ও সুশীল সমাজের কর্ণধাররা অংশ নেবেন। তাঁরা আজ বিশ্ব যেসব কঠিন সংকটগুলির সম্মুখীন, সেই বিষয়গুলির সমাধানের পন্থাপদ্ধতি নিয়ে   আলোচনা করবেন।

 

CG/CB/



(Release ID: 1790395) Visitor Counter : 124