স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৫৪ কোটি ৬১ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৭৬ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৫.৫৯ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১০.৮০ শতাংশ

Posted On: 13 JAN 2022 9:27AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি, ২০২২

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৭৬ লক্ষ ৩২ হাজার ২৪। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৫৪ কোটি ৬৬১ লক্ষ ৩৯ হাজার ৪৬৫।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

 

সতর্কতামূলক ডোজ

,০৩,৮৯,৬৫৬

 

৯৭,৬২,৬৩০

 

 

১২,৩১,২৯০

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

সতর্কতামূলক ডোজ

,৮৩,৮৮,২৩৪

 

,৭০,১৫,৫৪৫

 

,০২,৩৪২

 

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৯৮,৭৪,৭৭০

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫১,৯৯,১৭,৬১১

 

৩৬,০৬,২৮,৪১০

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৯,৬৮,২৯,৪৫৮

 

১৫,৮৫,৭৪,১৭২

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১২,২৬,৭০,৪৫০

 

,৯৪,১৫,১৪৪

 

,৩৯,৭৫৩

 

 

সতর্কতামূলক ডোজ

২৬,৭৩,৩৮৫

 

মোট

 

১৫৪,৬১,৩৯,৪৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার ৩৬১।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৫.৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১ হয়েছে, যা মোট আক্রান্তের ৩.০৮ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ লক্ষ ৮৬ হাজার ৯৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৯ কোটি ৭৩ লক্ষ ১১ হাজার ৬২৭।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১০.৮০ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১৩.১১ শতাংশ।

 

CG/SS/SB



(Release ID: 1789654) Visitor Counter : 214