শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে সম্ভাব্য সব বাধা এড়াতে কেন্দ্র সহায়তাকারী ডেস্ক এবং নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করেছে

Posted On: 07 JAN 2022 1:41PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ০৭ জানুয়ারি, ২০২২
 
সারা দেশে উদ্ভূত কোভিড সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শিল্প ক্ষেত্রে উৎসাহদান ও অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য দপ্তর (ডিপিআইআইটি) করোনা বিস্তার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রাজ্য সরকার/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করেছে। এই পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক পদক্ষেপ ও বাণিজ্য ইকো ব্যবস্থাপনায় সহায়তার জন্য ডিপিআইআইটি রাজ্য সরকার/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আরোপিত বিধি-নিষেধের কারণে পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণ ও সরবরাহের সময় যদি কোনো সমস্যা হয় তার ওপর নজর রাখবে। 
 
যে কোনো ধরণের উৎপাদন, পরিবহণ, বন্টন, পাইকারি বা ই-বাণিজ্য সংস্থাগুলির পণ্য পরিবহণ ও বন্টন বা সংগ্রহের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হলে, তা সমাধানের জন্য ডিপিআইআইটি একটি নির্দিষ্ট টেলিফোন নম্বর/ ইমেল আইডি চালু করেছে। এগুলি হলো – 
 
টেলিফোন নম্বর : + 91 11 23063554, 23060625
ইমেল :  dpiit-controlroom[at]gov[dot]in
 
৫ই জানুয়ারি থেকে চালু হওয়া এই ইমেল ও ফোন নম্বরটি সকাল ৯টা - রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। এই কন্ট্রোল রুমের মাধ্যমে বিভিন্ন পক্ষের করা অভিযোগ/ সমস্যা গুলির সমাধানে রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের সঙ্গেও আলোচনা করা হবে। বাণিজ্য বিভাগ এবং ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) রপ্তানি ও আমদানি বিষয়ে পর্যবেক্ষণ করার জন্য উদ্যোগ নিয়েছে। কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বাণিজ্য সংস্থাগুলি বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। এমনকি আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধানের জন্য ডিজিএফটি একটি ‘কোভিড-১৯ হেল্প ডেস্ক’ চালু করেছে। এটি বাণিজ্য বিভাগ/ ডিজিএফটি, আমদানি ও রপ্তানি লাইসেন্স সংক্রান্ত সমস্যা, পণ্য আমদানি রপ্তানিতে ছাড় পত্রের ক্ষেত্রে বিলম্ব, তথ্যগত সমস্যা, ব্যাঙ্কিং বিষয় ইত্যাদি খতিয়ে দেখবে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রক/ বিভাগ/ সংস্থার বাণিজ্য সংক্রান্ত সমস্যা ও সম্ভাব্য সমাধানে সমন্বয় বজায় রাখবে। 
 
ডিজিএফটি-র বিকল্প ইমেল আইডি হলো -  dgftedi[at]nic[dot]in । কোভিড-১৯ হেল্প ডেস্ক অথবা টোল ফ্রি নম্বরে ফোন করে কোনো সমস্যা থাকলে জানানো যেতে পারে। নম্বরটি হলো - 1800-111-550.
 
CG/SS/SKD/

(Release ID: 1788386) Visitor Counter : 210