নারীওশিশুবিকাশমন্ত্রক

নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক নারী শক্তি পুরস্কার-২০২১ এর মনোনয়ন জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে

Posted On: 06 JAN 2022 3:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ জানুয়ারি, ২০২২
 
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক নারী শক্তি পুরস্কার - ২০২১ এর মনোনয়ন জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। আবেদন/মনোনয়ন শুধুমাত্র অনলাইন মাধ্যমেই গ্রহণ করা হবে। www.awards.gov.in – এই পোর্টালের মাধ্যমে আবেদন/মনোনয়ন জমা দেওয়া যাবে। চলতি বছরের ৩১শে জানুয়ারি পর্যন্ত প্রাপ্ত সমস্ত আবেদন/মনোনয়ন ২০২১ সালের নারী শক্তি পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। 
মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে অসামান্য কাজের স্বীকৃতি-স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। চলতি বছরের ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক নারী শক্তি পুরস্কার-২০২১ প্রদান করবে। 
নারী শক্তি পুরস্কারের জন্য যোগ্যতার মানদণ্ড এবং অন্যান্য বিশদ সংক্রান্ত নির্দেশিকা https://wcd.nic.in/acts/guidelines-nari-shakti-puraskar-2021-onwards  - এই ওয়েবসাইটে পাওয়া যাবে। 
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক প্রতি বছর নারী ক্ষমতায়নের জন্য বিশেষ করে দুর্বল ও প্রান্তিক নারীদের সেবার স্বীকৃতি-স্বরূপ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে নারী শক্তি পুরস্কার প্রদান করে থাকে। পুরস্কার হিসাবে একটি মানপত্র এবং নগদ ২ লক্ষ টাকা দেওয়া হয়। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পৌরোহিত্যে গঠিত নির্বাচন কমিটি বিবেচনার ভিত্তিতে পুরস্কার-প্রাপকের সর্বাধিক সংখ্যা নির্ধারণ করে থাকে। পুরস্কারের জন্য স্ব-মনোনয়ন ও সুপারিশও বিবেচনা করা হয়। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের একজন যুগ্মসচিব পদ মর্যাদার আধিকারিকের নেতৃত্বে গঠিত স্ক্রিনিং কমিটি পুরস্কারের জন্য আবেদনকারী/প্রস্তাবিত প্রতিষ্ঠান এবং ব্যক্তির যোগ্যতা বিবেচনা করে পুরস্কারের ক্ষেত্রে মনোনয়নগুলি বাছাই করে তালিকাভুক্ত করবে। এই স্ক্রিনিং কমিটির সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পৌরোহিত্যে গঠিত একটি নির্বাচন কমিটি পুরস্কার-প্রাপকদের নাম চূড়ান্ত করে থাকে। 
 
CG/SS/SB


(Release ID: 1788140) Visitor Counter : 168