অর্থমন্ত্রক

১৭টি রাজ্যকে ৯ হাজার ৮৭১ কোটি টাকার রাজস্ব ঘাটতি মঞ্জুর

Posted On: 06 JAN 2022 1:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ জানুয়ারি, ২০২২
 
অর্থ মন্ত্রকের আওতাধীন ব্যয় বরাদ্দ দপ্তর আজ ১৭টি রাজ্যকে মাসিক-কিস্তিতে পোস্ট ডিভলিউশন রেভিনিউ ডেফিসিট (পিডিআরডি) মঞ্জুর করেছে। রাজ্যগুলিকে পিডিআরডি – এর দশম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বর্তমান অর্থবর্ষে যোগ্য রাজ্যগুলিকে ডিপিআরডি হিসাবে ৯৮ হাজার ৭১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। দেশের সংবিধানে ২৭৫ নম্বর অনুচ্ছেদের আওতায় এই ডিপিআরডি প্রদান করা হয়। রাজ্যগুলির রাজস্ব হিসাবে ঘাটতি মেটানোর জন্য পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ হিসাবে এই অর্থ মঞ্জুর করা হয়েছে। কমিশন ১৭টি রাজ্যকে ডিপিআরডি অনুদানে সুপারিশ করেছিল। সেই অনুযায়ী, মাসিক কিস্তিতে এই অর্থ দেওয়া হয়েছে। 
২০২১-২২ অর্থবর্ষের প্রাপ্য অর্থের মূল্যায়ন হিসাব করার পর রাজ্যগুলির ব্যয় ও রাজস্ব আদায়ের মধ্যে ব্যবধানের ভিত্তিতে কমিশন যোগ্য রাজ্যগুলিকে এই অনুদানের পরিমাণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। পঞ্চদশ অর্থ কমিশন ২০২১-২২ অর্থবর্ষে ১৭টি রাজ্যকে মোট ১ লক্ষ ১৮ হাজার ৪৫২ কোটি টাকার পিডিআরডি অনুদানে সুপারিশ করে। এর মধ্য থেকে এখনও পর্যন্ত ৯৮ হাজার ৭১০ কোটি (৮৩.৩৩ শতাংশ) টাকা মঞ্জুর করা হয়েছে। 
পঞ্চদশ অর্থ কমিশন যে রাজ্যগুলিকে পিডিআরডি অনুদানে সুপারিশ করেছিল, সেগুলি হ’ল – অন্ধ্রপ্রদেশ, আসাম, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাডু, ত্রিপুরা, উত্তরাখন্ড ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে পশ্চিমবঙ্গকে চলতি বছরের জানুয়ারিতে পিডিআরডি'র দশম কিস্তি হিসাবে ১৪৬৭.২৫ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এ নিয়ে ২০২১-২২ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ মোট ১৪৬৭২.৫০ কোটি টাকা পেয়েছে। 
 
CG/SS/SB


(Release ID: 1788070) Visitor Counter : 151