অর্থমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        জিএসটি পরিষদের ৪৬তম বৈঠকের সুপারিশ
                    
                    
                        বস্ত্র ক্ষেত্রে বর্তমান জিএসটি হার ২০২২-এর পয়লা জানুয়ারির পরেও একই থাকবে
                    
                
                
                    Posted On:
                31 DEC 2021 4:29PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর,  ২০২১
 
কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের পৌরোহিত্যে আজ নতুন দিল্লিতে জিএসটি পরিষদের ৪৬তম বৈঠক অনুষ্ঠিত হয়।
 
উল্লেখ করা যেতে পারে, পরিষদের ৪৫তম বৈঠকে বস্ত্র ক্ষেত্রে জিএসটি হার পরিবর্তনের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছিল, তা আজকের বৈঠকে পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। সেই অনুসারে, বস্ত্র ক্ষেত্রে বর্তমান জিএসটি হার ২০২২ – এর পয়লা জানুয়ারির পরও একই থাকছে। 
 
 
CG/BD/SB
                
                
                
                
                
                (Release ID: 1786861)
                Visitor Counter : 240