যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
টেলিকম বিভাগ সিদ্ধান্ত নিয়েছে "অডিও কনফারেন্সিং/অডিওটেক্স/ভয়েস মেল পরিষেবার জন্য লাইসেন্সিং কাঠামো" ইউনিফাইড লাইসেন্সের অংশ হবে
Posted On:
30 DEC 2021 4:01PM by PIB Kolkata
নতুন দিল্লি,৩০ ডিসেম্বর, ২০২১
টেলিকম ক্ষেত্রে একাধিক নীতি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অঙ্গ হিসেবে সরকার "ইউনিফাইড লাইসেন্সের অধীনে অডিও কনফারেন্সিং/ অডিওটেক্স/ ভয়েস মেল পরিষেবাগুলির জন্য লাইসেন্সিং কাঠামো" তৈরির নির্দেশ জারি করেছে এবং "ভয়েস মেল পরিষেবা (ভিএমএস) এর বর্তমান স্বতন্ত্র লাইসেন্সের শর্তাবলী)/ অডিওটেক্স (এটিএস)/ ইউনিফাইড মেসেজিং সার্ভিসেস (ইউএমএস)”শর্তাবলীতে সংশোধন করেছে।
"অডিও কনফারেন্সিং/অডিওটেক্স/ ভয়েস মেল পরিষেবাগুলির জন্য লাইসেন্সিং কাঠামো" বিষয়ে ট্রাই-এর সুপারিশগুলি পরীক্ষা করার পরে, টেলিকম দফতরের অনুমোদন নিয়ে একটি নতুন অধ্যায় যুক্ত করে এই লাইসেন্সটিকে ইউনিফাইড লাইসেন্সের (ইউএল)-এর একটি অংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, বর্তমান লাইসেন্স থেকে ইউনিফাইড লাইসেন্সে পরিবর্তন করা ঐচ্ছিক হবে। চলতি বছরের ১৬ জুলাই জারি করা টেলিকম দফতরের নির্দেশিকার পরিপ্রেক্ষিতে ভিএমএস/ অডিওটেক্স/ ইউএমএস লাইসেন্সের জন্য কোনও নতুন স্বতন্ত্র লাইসেন্স বা পুনর্নবীকরণ নির্দেশিকা জারি করা হবে না। আগামী বছর পয়লা জানুয়ারি থেকে এই নতুন পরিকাঠামো কার্যকর হবে।
CG/SS
(Release ID: 1786447)
Visitor Counter : 125