প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী উত্তরাখন্ডে ১৭৫০০ কোটি টাকারও বেশি আর্থিক মূল্যের ২৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

Posted On: 30 DEC 2021 3:28PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৩০ ডিসেম্বর, ২০২১
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখন্ডে ১৭৫০০ কোটি টাকারও বেশি আর্থিক মূল্যের ২৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন । তিনি লাখওয়ার বহুমুখী প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । ১৯৭৬ সালে এটি নির্মাণের জন্য পরিকল্পনা করা হয় । কিন্তু, বহু বছর ধরে এটি পড়ে ছিল । এদিন প্রধানমন্ত্রী ৮৭০০ কোটি টাকা মূল্যের সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । এই সড়ক প্রকল্পগুলি প্রত্যন্ত গ্রামীণ এবং সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নতি সাধনে বিশেষ ভূমিকা পালন করবে । এমনকি কৈলাস-মানস সরোবর যাত্রা পথকেও উন্নত করে তুলবে । শ্রী মোদী এদিন উধমসিংনগরে এআইআইএনএস ঋষিকেশ উপগ্রহ কেন্দ্র এবং পিথোরাগড়ে জগজীবন রাম সরকারি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । এই উপগ্রহ কেন্দ্রটি দেশের সব জায়গায় বিশ্বমানের চিকিৎসা সুবিধা প্রদানের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে । তিনি কাশিপুরে অ্যারোমা পার্ক এবং সীতারগঞ্জে প্লাস্টিক ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন । রাজ্যজুড়ে আবাসন, স্যানিটেশন এবং পানীয় জল সরবরাহে একাধিক উদ্যোগের সূচনা করেন তিনি । 
 
অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী জানান, কুমায়ুনের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে । উত্তরাখন্ডের বিশেষ টুপি দিয়ে তাঁকে সম্মানিত করার জন্য এই অঞ্চলের বাসিন্দাদের ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী । কেন এই দশকটিকে উত্তরাখন্ডের দশক বলে মনে করা হচ্ছে, তারও ব্যাখ্যা দেন শ্রী মোদী । প্রধানমন্ত্রী বলেন, উত্তরাখন্ডের মানুষের শক্তি এই দশককে উত্তরাখন্ডের দশকে পরিণত করবে । উত্তরাখন্ডের ক্রমবর্ধমান আধুনিক পরিকাঠামো, চারধাম প্রকল্প, নতুন রেলপথ তৈরি করা দশককে উত্তরাখন্ডের দশকে পরিণত করবে । তিনি জলবিদ্যুৎ, শিল্প, পর্যটন, প্রাকৃতিক চাষ, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উত্তরাখন্ডের অগ্রগতির কথা তুলে ধরেন । 
 
পার্বত্য অঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে । কিন্তু এতদিন এই চিন্তাধারা থেকে পার্বত্য অঞ্চলকে দূরে সরিয়ে রাখা হয়েছিল । তিনি বলেন, উন্নয়ন ও সুযোগ-সুবিধার অভাবে অনেকেই এই অঞ্চল থেকে অন্যত্র চলে গেছে । তিনি জানান, সরকার সবকা সাথ সবকা বিকাশের চিন্তাভাবনা নিয়ে কাজ করে চলেছে । উধমসিংনগরে এআইআইএমএস ঋষিকেশ উপগ্রহ কেন্দ্র এবং পিথোরাগড়ে জগজীবন রাম সরকারী মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন রাজ্যের চিকিৎসা পরিকাঠামোকে শক্তিশালী করে তুলবে । তিনি জানান, এদিন চালু হওয়া প্রকল্পগুলি রাজ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তুলবে । শ্রী মোদী বলেন, এদিন যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা অঙ্গিকার প্রস্তর, যা পূর্ণ সঙ্কল্পের সঙ্গে অনুসরণ করা হবে । তিনি বলেন, অতীতের বঞ্চনা ও ঝামেলা এখন সুযোগ-সুবিধা ও সম্প্রীতিতে রূপান্তরিত হয়েছে । গত ৭ বছরে ‘হর ঘর জল’, শৌচাগার, উজ্জ্বলা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদির মাধ্যমে মহিলাদের জীবনযাত্রায় নতুন সুযোগ সুবিধা তৈরি হয়েছে । 
 
প্রধানমন্ত্রী বলেন, সরকারী প্রকল্পে বিলম্ব করা আগের সরকারের একটি স্থায়ী ট্রেডমার্ক ছিল । তিনি বলেন, “ আজ উত্তরাখন্ডে শুরু হওয়া লাখওয়ার প্রকল্পের এক ইতিহাস রয়েছে ।  ১৯৭৬ সালে প্রথম এই প্রকল্পের কথা ভাবা হয়েছিল । ৪৬ বছর পর আমাদের সরকার এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে । এই বিলম্ব অপরাধের চেয়ে কম কিছুই নয় ।” 
 
শ্রী মোদী বলেন, সরকার গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত একটি মিশনে নিযুক্ত রয়েছে । শৌচাগার নির্মাণ, উন্নত নিকাশী ব্যবস্থা এবং আধুনিক জলশোধনের সুবিধার ফলে গঙ্গায় পতিত নোংরা ড্রেনের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে । এই প্রসঙ্গে তিনি নৈনিতাল ঝিলের কথা তুলে ধরেন । শ্রী মোদী জানান, কেন্দ্রীয় সরকার নৈনিতালের দেবস্থানে দেশের বৃহত্তম অপটিক্যাল টেলিস্কোপ স্থাপন করেছে । এতে শুধু দেশ-বিদেশের বিজ্ঞানীদের সুবিধাই হয়নি, এ অঞ্চলকে নতুন পরিচিতি এনে দিয়েছে । তিনি বলেন, আজ দিল্লি ও দেরাদুনে সরকার ক্ষমতার আকাঙ্খি নয়, সেবার চেতনা নিয়ে পরিচালিত হচ্ছে । 
 
সীমান্ত রাজ্য হওয়া সত্ত্বেও প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক চাহিদা দীর্ঘদিন উপেক্ষা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন । যোগযোগ ব্যবস্থার পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রতিটি দিক এতদিন উপেক্ষিত ছিল বলেও উল্লেখ করেন তিনি । প্রধানমন্ত্রী জানান, সেনাবাহিনীর প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, গোলাবরুদ সরবরাহ, এমনকি সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে । কিন্তু এখন তা আর করতে হয়না । 
 
প্রধানমন্ত্রী জানান, উত্তরাখন্ডে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সরকার বদ্ধপরিকর । তিনি বলেন, “আপনার স্বপ্ন আমাদের সিদ্ধান্ত, আপনার ইচ্ছা আমাদের অনুপ্রেরণা, আপনার প্রতিটি প্রয়োজন পূরণ করা আমাদের দায়িত্ব” । তিনি বলেন, উত্তরাখন্ডের মানুষের সঙ্কল্প এই দশককে উত্তরাখন্ডের দশকে পরিণত করবে । 
 
 
CG/SS/RAB


(Release ID: 1786369) Visitor Counter : 189