নীতিআয়োগ
নীতি আয়োগ রাজ্য ভিত্তিক চতুর্থ স্বাস্থ্য সূচক প্রকাশ করেছে
Posted On:
27 DEC 2021 3:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ ডিসেম্বর, ২০২১
নীতি আয়োগ ২০১৯-২০ সালের জন্য রাজ্য ভিত্তিক চতুর্থ স্বাস্থ্য সূচক প্রকাশ করেছে। ‘স্বাস্থ্যকর রাজ্য, প্রগতিশীল ভারত’ শীর্ষক এই প্রতিবেদনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি এবং বিগত এক বছরে স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রগতির বিষয় তুলে ধরা হয়েছে।
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার, মুখ্য কার্যনির্বাহী অধিকর্তা অমিতাভ কান্ত, অতিরিক্ত মুখ্য সচিব ডঃ রাকেশ সারওয়াল এবং বিশ্ব ব্যাঙ্কের বরিষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ শিনা ছাবরা যৌথভাবে সোমবার এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন। বিশ্ব ব্যাঙ্কের প্রযুক্তিগত সহায়তায় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরামর্শে নীতি আয়োগ এই প্রতিবেদনটি তৈরি করেছে।
রাজ্য ভিত্তিক স্বাস্থ্য সূচক হলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বার্ষিক কর্মক্ষমতা সংক্রান্ত মূল্যায়ন। ২৪টি বিষয়ের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। এই ক্রমতালিকায় বৃহত্তর রাজ্য, ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল - এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। বৃহত্তর রাজ্যগুলির মধ্যে বার্ষিক ক্রমবর্ধমান কর্মক্ষমতার পরিপ্রেক্ষিতে এই তালিকায় প্রথম তিনটি স্থান দখল করে রয়েছে উত্তরপ্রদেশ, আসাম এবং তেলেঙ্গানা। ছোট রাজ্যের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে মিজোরাম এবং মেঘালয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল – এই বিভাগের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে দিল্লি এবং জম্মু ও কাশ্মীর।
নীতি আয়োগ একটি সুনির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনের সাহায্যে এই স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করেছে। অনুষ্ঠানে ডঃ রাজীব কুমার জানান, রাজ্য ভিত্তিক এই স্বাস্থ্য সূচক আগামী দিনে স্বাস্থ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নীতি নির্ধারণ এবং অর্থ বরাদ্দ বৃদ্ধিতে সাহায্য করবে। এই সূচক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা গড়ে তুলতে সাহায্য করবে বলেও মন্তব্য করেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত।
বিস্তারিত প্রতিবেদন পড়ার জন্য ক্লিক করুন নিম্ন লিখিত লিঙ্কে - https://www.niti.gov.in/sites/default/files/2021-12/NITI-WB_Health_Index_Report_24-12-21.pdf
CG/SS/SKD/
(Release ID: 1785804)
Read this release in:
English
,
Urdu
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam