সংসদবিষয়কমন্ত্রক
সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি
এই অধিবেশনে ২৪ দিনে মোট ১৮টি সভা হয়েছে
লোকসভায় প্রায় ৮২ শতাংশ এবং রাজ্যসভায় প্রায় ৪৮ শতাংশ কাজকর্ম হয়েছে
Posted On:
22 DEC 2021 2:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর, ২০২১
সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী এবং বিভাগীয় দুই প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল ও ভি মুরলীধরণ আজ এখানে সাংবাদিক বৈঠকে মুখোমুখী হন। সংসদে এবারের শীতকালীন অধিবেশন গত ২৯ নভেম্বর শুরু হয়েছিল। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চলার কথা ছিল। কিন্তু, আজ প্রয়োজনীয় সরকারি কাজকর্ম সম্পন্ন হওয়ায় একদিন আগেই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হ’ল। এবার ২৪ দিনের এই অধিবেশনের মোট ১৮টি সভা হয়েছে।
শীতকালীন অধিবেশনে লোকসভায় ১২টি ও রাজ্যসভায় ১টি সহ মোট ১৩টি বিল পেশ করা হয়। এর মধ্যে সংসদের উভয় কক্ষেই মোট ১১টি বিল পাশ হয়েছে। এবারের অধিবেশনে অধ্যাদেশের পরিবর্তে ৩টি বিল সংসদে পেশ করা হয়। এই তিনটি বিলই উভয়কক্ষে পাশ হয়েছে। জীববৈচিত্র্য (সংশোধন) বিল, ২০২১ সংসদের উভয় কক্ষের যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে এবং ৫টি বিল স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে। এবারের অধিবেশনে সংসদের উভয়কক্ষে পাশ হওয়া গুরুত্বপূর্ণ বিলগুলির মধ্যে রয়েছে – কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১; বাঁধ সুরক্ষা বিল, ২০২১; সহায়ক প্রজনন প্রযুক্তি (নিয়ন্ত্রণ) বিল, ২০২১; সারোগেসি (নিয়ন্ত্রণ) বিল, ২০২১; সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের (বেতন ও সেবার শর্তাবলী) সংশোধন বিল, ২০২১; দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিসমেন্ট (সংশোধন) বিল, ২০২১; কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সংশোধন) বিল, ২০২১; নির্বাচন আইন (সংশোধন) আইন, ২০২১।
এবারের শীতকালীন অধিবেশনে লোকসভায় প্রায় ৮২ শতাংশ এবং রাজ্যসভায় প্রায় ৪৮ শতাংশ কাজকর্ম হয়েছে।
CG/BD/SB
(Release ID: 1784441)
Visitor Counter : 296