প্রধানমন্ত্রীরদপ্তর
মধ্য এশিয়ার দেশগুলির বিদেশমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
Posted On:
20 DEC 2021 4:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ ডিসেম্বর, ২০২১
মধ্য এশিয়ার কাজাখস্তান, কিরঘিজ প্রজাতন্ত্র, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের বিদেশমন্ত্রীরা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্বাক্ষাৎ করেছেন। তৃতীয় ভারত-মধ্য এশিয়া বৈঠকে যোগ দিতে এই দেশগুলির বিদেশমন্ত্রীরা নতুন দিল্লি সফরে রয়েছেন।
মধ্য এশিয়ার এই পাঁচটি দেশের বিদেশমন্ত্রীরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে নিজেদের দেশের রাষ্ট্রপতির শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিদেশমন্ত্রীরা জানান, ভারতের সঙ্গে সম্পর্ক আরও নীবিড় করতে তাদের দেশের নেতৃবৃন্দ প্রস্তুত রয়েছেন। ভারতের বিদেশমন্ত্রীর পৌরোহিত্যে গত ১৮-১৯ ডিসেম্বর অনুষ্ঠিত ভারত-মধ্য এশিয়া আলোচনার বিভিন্ন বিষয় সম্পর্কে মধ্য এশিয়ার ওই পাঁচটি দেশের বিদেশমন্ত্রীরা প্রধানমন্ত্রী শ্রী মোদীকে অবহিত করেন। ভারতের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলির ওই বৈঠকে বাণিজ্য ও যোগাযোগ, উন্নয়নমূলক অংশীদারিত্ব ও আঞ্চলিক অগ্রগতি তথা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
‘সম্প্রসারিত প্রতিবেশী’ নীতির অঙ্গ হিসেবে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের সুদীর্ঘ সম্পর্কের কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। মধ্য এশিয়ার দেশগুলির স্বাধীনতার ৩০ তম বার্ষিকী উপলক্ষে শ্রী মোদী এই পাঁচটি দেশের বিদেশমন্ত্রীদের তাঁর শুভেচ্ছা জ্ঞাপন করেন। শ্রী মোদী ২০১৫-তে মধ্য এশিয়ার সমস্ত দেশ ও পরবর্তীকালে কাজাখস্তান, উজবেকিস্তান ও কিরঘিজ প্রজাতন্ত্র সফরের কথাও স্মরণ করেন। এই অঞ্চলের দেশগুলিতে ভারতীয় চলচ্চিত্র, সঙ্গীত ও যোগাভ্যাসের জনপ্রিয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারত ও মধ্য এশিয়ার মধ্যে সাংস্কৃতিক তথা মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও নীবিড় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। ভারতের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলির অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এপ্রসঙ্গে তিনি মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থার বড় ভূমিকার প্রসঙ্গও উত্থাপন করেন।
ভারত-মধ্য এশিয়া বৈঠক উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ত্বরান্বিত করেছে। ভারত ও মধ্য এশিয়ার দেশগুলি আগামী বছর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০ তম বার্ষিকী উদযাপন করবে।
CG/BD/SKD/
(Release ID: 1783662)
Visitor Counter : 205
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam