প্রতিরক্ষামন্ত্রক
স্বর্ণিম বিজয় দিবসে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ১৯৭১-এর যুদ্ধে সশস্ত্র বাহিনীর সাহস ও আত্মবলিদানকে স্মরণ করেছেন
Posted On:
16 DEC 2021 10:04AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২১
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ১৬ই ডিসেম্বর স্বর্ণিম বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস, শৌর্য ও আত্মবলিদানকে স্মরণ করেছেন।
একগুচ্ছ ট্যুইট বার্তায় শ্রী সিং ১৯৭১-এর যুদ্ধকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে সুবর্ণ অধ্যায় বলে বর্ণনা করেছেন। তিনি পাক বাহিনীর আত্মসমর্পণ সহ বিভিন্ন ঐতিহাসিক ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন।
১৯৭১-এর যুদ্ধে ভারতের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বর্ণিম বিজয়বর্ষ উদযাপিত হচ্ছে। সকল নাগরিক বিশেষত, সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে ঐক্য, জাতীয়তাবাদ ও গৌরব সঞ্চারিত করতেই এই উদযাপন। এছাড়াও, যুদ্ধে অংশগ্রহণকারী প্রাক্তন সেনানীদেরও এর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে।
CG/CB/SB
(Release ID: 1782391)
Visitor Counter : 127