প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

Posted On: 15 DEC 2021 3:14PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৫ই ডিসেম্বর, ২০২১


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং গর্ব , শৌয্য ও চূড়ান্ত পেশাদারিত্বের সঙ্গে দেশের সেবা করেছেন। তাঁর প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত।  দেশের প্রতি তাঁর সেবা জাতি কখনোই ভুলবে না। তাঁর পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।“

 

CG/CB/NS


(Release ID: 1781824)