সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের সংরক্ষণের জন্য মানদণ্ড
Posted On:
15 DEC 2021 12:59PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৫ই ডিসেম্বর, ২০২১
২০১৯ সালের সংবিধানের ১০৩ সংশোধন আইনের ধারায় কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে এই বিশয়ে আপত্তি জানিয়ে আবেদন জানান হয়েছে যা এখন আদালতের বিচারাধীন।
বিস্তারিত পর্যবেক্ষণের পর যাঁদের বার্ষিক পারিবারিক আয় আট লক্ষ টাকার নীচে তাঁদের আর্থিকভাবে দুর্বল শ্রেণী হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার।
CG/CB/NS
(Release ID: 1781817)
Visitor Counter : 180