সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
আগামী তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে অন্যভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ণে অসামান্য কাজের জন্য রাষ্ট্রপতি জাতীয় পুরস্কার প্রদান করবেন
प्रविष्टि तिथि:
02 DEC 2021 3:00PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২ ডিসেম্বর, ২০২১
আগামী তেসরা ডিসেম্বর নতুন দিল্লীর বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় সামাজিক ন্যায়-বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রকের আওতাধীন দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষমতায়ণ দপ্তর ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’এর অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি শ্রী কোবিন্দ এদিন অনুষ্ঠানে ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা এবং রাজ্য/জেলাগুলিকে তাদের অসামান্য কৃতিত্বের জন্য ও দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষমতায়ণের লক্ষ্যে বার্ষিক জাতীয় পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার, প্রতিমন্ত্রী শ্রী রামদাস আটওয়ালা, শ্রী এ নারায়ণস্বামী এবং প্রতিমা ভৌমিক উপস্থিত থাকবেন।
প্রতিবছর এইদিন সামাজিক ন্যায়-বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রক অসামান্য কাজের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, রাজ্য-জেলাগুলিকে জাতীয় পুরস্কার প্রদান করে থাকে। মোট ১২টি বিভাগে ২০২০ সালের এই পুরস্কার প্রদান করা হবে। সামাজিক ন্যায়-বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রকের আওতাধীন দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষমতায়ণ দপ্তর বিভিন্ন বিভাগে জাতীয় পুরস্কারের জন্য রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক এবং কেন্দ্রীয় বিভাগ/সংশ্লিষ্ট বিভাগগুলিকে চিঠি দিয়ে মনোনয়ন জমা দিতে আহ্বান জানায়। এমনকি এই পুরস্কারের বিষয়ে জাতীয়/আঞ্চলিক ভাষায় দৈনিক পত্রিকাতেও বিজ্ঞাপন দেওয়া হয়। এবছর সব মিলিয়ে ১ হাজার ৯৫টি আবেদন গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রকের গঠিত পর্যবেক্ষণ কমিটি এই আবেদনপত্রগুলি খতিয়ে দেখে যোগ্য ব্যক্তিদের পুরস্কার প্রদানের জন্য নাম চূড়ান্ত করেছে।
CG/SS/NS
(रिलीज़ आईडी: 1777473)
आगंतुक पटल : 206