সংসদবিষয়কমন্ত্রক
সংসদে রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে আজ সরকারের বৈঠক হয়েছে
সংসদের স্বাভাবিক কাজকর্ম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হয়েছে : সংসদ বিষয়ক মন্ত্রী
সরকার সংসদে সুস্থ আলোচনা চায় : শ্রী রাজনাথ সিং
Posted On:
28 NOV 2021 3:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ নভেম্বর, ২০২১
সংসদের শীতকালীন অধিবেশন শুরুর একদিনে আগে আজ সংসদে রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী জানান, সংসদের আসন্ন অধিবেশন সম্পর্কে এই বৈঠক আয়োজন করা হয়। তিনি বলেন, শীতকালীন অধিবেশন ২৯ নভেম্বর সোমবার থেকে শুরু হয়ে আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলবে। ২৫ দিনের এই অধিবেশনে মোট ১৯টি সভা হবে। তিনি আরও জানান, আগামীকাল থেকে শুরু হতে চলা শীতকালীন অধিবেশনে পেশ করার জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা হয়েছে। এজন্য গত ৫ ও ২৭ অক্টোবর বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে দুটি বৈঠক হয়। এই বৈঠকগুলির ওপর ভিত্তি করে প্রাথমিক ভাবে মোট ৩৭টি বিল অধিবেশনে পেশ করা হবে।
তিনটি অধ্যাদেশের পরিবর্তে বিল আনা হবে। উল্লেখ করা যেতে পারে অধ্যাদেশ জারি করার ৬ সপ্তাহের মধ্যে বিলগুলিকে সংসদীয় আইন হিসেবে কার্যকর করা প্রয়োজন। তাই, তিনটি অধ্যাদেশের পরিবর্তে বিল পেশ করার সিদ্ধান্ত হয়েছে। শ্রী যোশী বলেন, সংসদীয় রীতি-নীতি মেনে সরকার যে কোন বিষয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে। তবে, সংসদীয় কাজকর্ম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য তিনি সব রাজনৈতিক দলগুলির সহযোগিতা আহ্বান করেন।
বৈঠকে উপস্থিত সব রাজনৈতিক দলের প্রধানদের বক্তব্য শোনার পর প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং বলেন, রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে আরও বেশি সময় ধরে আলোচনার প্রয়োজনীয়তার ওপর আগ্রহ প্রকাশ করেছে। এই প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সরকার সবসময়ই সুস্থ আলাপ-আলোচনার বিষয়ে প্রস্তুত। আজকের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুনরাম মেঘাওয়াল, শ্রী ভি মুরলিধরন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারতীয় জনতা পার্টি ছাড়াও আজকের বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেস, ডিএমকে, জেডি(ইউ), বিজেডি, বিএসপি, টিআরএস, সমাজবাদী পার্টি, সিপিআই(এম), সিপিআই, টিডিপি, আপনা দল, আপ, আরজেডি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের শীতকালীন অধিবেশনে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে তার মধ্যে রয়েছে -
• নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবট্যান্স (সংশোধন) বিল ২০২১ (অধ্যাদেশের পরিবর্তে)
• দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবিলিসমেন্ট (সংশোধন) বিল ২০২১ (অধ্যাদেশের পরিবর্তে)
• কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন (সংশোধন) বিল ২০২১ (অধ্যাদেশের পরিবর্তে)
• বাঁধ সুরক্ষা বিল ২০১৯, লোকসভায় ইতিমধ্যেই পাশ হয়েছে
• দ্য সারোগেসি (নিয়ন্ত্রন) বিল ২০১৯, লোকসভায় ইতিমধ্যেই পাশ হয়েছে
• পিতা-মাতা ও প্রবীণ নাগরিকদের পরিচর্যা ও কল্যাণ (সংশোধন) বিল ২০১৯
• দ্যা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনলোজি (নিয়ন্ত্রণ) বিল ২০২০
• হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের বিচারপতি (বেতন ও চাকুরির শর্ত) সংশোধন বিল ২০২১
• কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১
• ক্যান্টনমেন্ট বিল ২০২১
• অভিভাষণ বিল, ২০২১
• ক্রিপ্টোকারেন্সি এবং সরকারি ডিজিটাল মুদ্রা বিল নিয়ন্ত্রণ, ২০২১
• ব্যাঙ্কিং আইন (সংশোধন) বিল, ২০২১
• শক্তি সংরক্ষণ (সংশোধন) বিল, ২০২১
• বিদ্যুৎ (সংশোধন) বিল, ২০২১
• জাতীয় পরিবহণ বিশ্ববিদ্যালয় বিল, ২০২১
• মানব পাচার (প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন) বিল, ২০২১
• ন্যাশনাল অ্যান্টি-ডোপিং বিল, ২০২১
• ফিনান্সিয়াল বিজনেস
• ওয়াকফ সম্পত্তি (জবরদখল মুক্ত করা) বিল, ২০১৪ (প্রত্যাহারের জন্য) প্রভৃতি
CG/BD/AS/
(Release ID: 1775953)
Visitor Counter : 182