তথ্যওসম্প্রচারমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ৫২তম ইফিতে ভারতীয় প্যানোরমা বিভাগের উদ্বোধন করেছেন


সঠিক বিষয়বস্তু ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক দর্শকদের কাছে নিয়ে যেতে পারে : অনুরাগ সিং ঠাকুর

Posted On: 21 NOV 2021 3:03PM by PIB Kolkata
পানাজি, ২১ নভেম্বর,  ২০২১
 
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত করা একাধিক কাহিনী বড় পর্দায় প্রদর্শনের সঙ্গে সঙ্গে আজ গোয়ায় ৫২তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি) ভারতীয় প্যানোরমা বিভাগের সূচনা হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর গতকাল ইফির সূচনা করেন। 
 
এবারের ইফিতে ভারতীয় প্যানোরমা বিভাগে ২৪টি কাহিনীচিত্র ও ২০টি অ-কাহিনীচিত্র দেখানো হবে। 
 
ভারতীয় প্যানোরমা বিভাগে নির্বাচিত ছবিগুলির নির্মাতাদের অভিন্দন জানিয়ে শ্রী ঠাকুর বলেন, আপনারা সকলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং সিনেমা অনুরাগীদের কাছে ছবিগুলি প্রদর্শনের জন্য বিভিন্ন সময় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। বর্তমান সময়ে সিনেমার বিষয়বস্তুই মুখ্য। তাই, আপনার সিনেমায় যদি সঠিক বিষয়বস্তু থাকে, তাহলে তা কেবল জাতীয় স্তরেই নয়, আপনাকে আন্তর্জাতিক স্তরেও পৌঁছে দেবে। দেশে চলচ্চিত্র ক্ষেত্রে মেধার কোন অভাব নেই, তাই আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই চলচ্চিত্র উৎসবকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারি। ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে স্থায়ী ভাবে গোয়াতে নিয়ে আসার জন্য প্রয়াত মনোহর পারিক্করের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও শ্রী ঠাকুর স্মরণ করেন। 
 
তিনি আরও বলেন, আগে আমরা দেখেছি চলচ্চিত্র উৎসবগুলিতে কেবল অভিনেতা, অভিনেত্রী, নির্দেশক ও প্রযোজকদের পুরস্কৃত করা হয়েছে। কিন্তু আমরা এখন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীদের পুরস্কৃত করছি। প্রকৃতপক্ষে এভাবে আমরা সিনেমার পর্দার পিছনে থাকা ব্যক্তিদেরও স্বীকৃতি জানাচ্ছি। শ্রী ঠাকুর আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের ভারতে এসে দৃশ্যায়নের জন্য আহ্বান জানান। 
 
ভারতীয় প্যানোরমা বিভাগে ফিচার বা কাহিনী চিত্র শাখায় সেমখোর ছবি দেখানোর মধ্যদিয়ে এই বিভাগের সূচনা হয়। এটি দিমাসা ভাষার প্রথম ছবি, যা ভারতীয় প্যানোরমা বিভাগে দেখানো হয়েছে। ছবির নির্দেশক এমি বড়ুয়া, তাঁকে এই সম্মান ও স্বীকৃতি দেওয়ার জন্য ইফিকে ধন্যবাদ জানান। মহিলা এই চিত্রপরিচালক আরও জানান, সামাজিক ট্যাবু বা নিষিদ্ধ বিষয়গুলিকে সেমখোর সিনেমায় তুলে ধরা হয়েছে। এধরণের সমাজ বহির্ভূত বিষয়গুলির ফলে আসামের দিমাসা সম্প্রদায়ের মানুষ যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই বিষয়টি সিনেমায় ফুটে উঠেছে। 
 
রাজীব প্রকাশ নির্দেশিত বেদ-দ্য ভিজনারি ছবিটি দেখানোর মধ্যদিয়ে প্যানোরমা বিভাগে অ-কাহিনীচিত্র শাখার সূচনা হয়েছে। ছবিটির পরিচালক রাজীব প্রকাশ জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাণ ক্ষেত্রে আমার বাবার প্রাণশক্তি ও ধৈর্য্যের প্রতিফলন ঘটেছে এই সিনেমায়। এই ছবিতে তার বিভিন্ন প্রয়াস তুলে ধরা হয়েছে, যা সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 
 
কাহিনী ও অ-কাহিনী চলচ্চিত্র শাখার বিচারমণ্ডলীদেরও প্যানোরমা বিভাগের সূচনা অনুষ্ঠানে সম্মানিত করা হয়। 
 
CG/BD/AS/


(Release ID: 1773834) Visitor Counter : 173