জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

বৃহৎ বন্দরগুলিতে সরকারি-বেসরকারী অংশীদারিত্বে বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য নতুন মডেল কনসেশন চুক্তি ২০২১ ঘোষণা করেছেন শ্রী সর্বানন্দ সোনোওয়াল

Posted On: 18 NOV 2021 1:58PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৮  নভেম্বর, ২০২১

 

        কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোওয়াল দেশের বড় বড় বন্দরগুলিতে সরকারি-বেসরকারী অংশীদারিত্বের সাহায্যে বিভিন্ন প্রকল্পে বাস্তবায়নের উদ্দেশ্যে পরিবর্তিত মডেল কনসেশন চুক্তি ঘোষণা করেছেন। ভবিষ্যতে বন্দরগুলিতে যেসব সরকারি-বেসরকারী অংশীদারিত্বে নানা প্রকল্প বাস্তবায়িত হবে সেখানে এই নিয়ম কার্যকর হবে। এছাড়াও যেসব বন্দরে সরকারি-বেসরকারী অংশীদারিত্বে কোনো প্রকল্পের জন্য দরপত্র ডাকা হয়েছে সেইসব প্রকল্পগুলিও নতুন ব্যবস্থার আওতায় আসবে। মন্ত্রক ১৪ হাজার ৬০০ কোটি টাকার বেশি ৩১ টি প্রকল্প ২০২৫ সালের মধ্যে রূপায়ণ করতে চায়। এক্ষেত্রে নতুন মডেল কনসেশন চুক্তিটি সংশ্লিষ্ট সব পক্ষের জন্য সুবিধাজনক হবে।  

        শ্রী সোনোওয়াল জানান, অনেক সময় অপ্রত্যাশিত কিছু কারণে কোনো পণ্যের চাহিদা কমে যায়। তখন ওইসব পণ্য বহনকারী জাহাজ ক্ষতির সম্মুখীন হয়। এই সমস্যা দুর করার জন্য নতুন নিয়ম সহায়ক হবে। এছাড়াও জাহাজের মাল ওঠা-নামার ক্ষেত্রে নমনীয় ব্যবস্থাপনা চালু করা হবে। যারফলে সংশ্লিষ্ট সংস্থাগুলির কোনো আর্থিক ক্ষতি হবেনা। ভারতে সরকারী-বেসরকারী অংশীদারিত্বে প্রথমবার ১৯৯৭ সালে জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্টের টার্মিনালটি একটি বেসরকারী সংস্থাকে পরিচালনার জন্য দেওয়া হয়েছিল। ২০০৮ সালে সরকারী-বেসরকারী অংশীদারিত্বে চলা বিভিন্ন বন্দরের প্রকল্পে প্রথম মডেল কনসেশন চুক্তি কার্যকর হয়।

 

CG/CB/NS


(Release ID: 1773210) Visitor Counter : 220