স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

প্রধানমন্ত্রীর ‘হর ঘর দস্তক’ কর্মসূচিকে শক্তিশালী করার জন্য রাজ্যগুলির স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে ডঃ মনসুখ মান্ডভিয়ার আলোচনা

Posted On: 11 NOV 2021 2:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আজ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড-১৯ এর কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আলোচনায় বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের পাশাপাশি, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব, অতিরিক্ত মুখ্যসচিবরা উপস্থিত ছিলেন। শ্রী মান্ডভিয়া জানান, বর্তমানে দেশের প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৭৯ শতাংশ কোভিড প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েছেন। ৩৮ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন। ১২ কোটিরও বেশি সুবিধাভোগী কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেওয়া বাকি আছে। ‘হর ঘর দস্তক’ অভিযানের মাধ্যমে প্রাপ্ত বয়স্করা সকলে যাতে টিকার প্রথম ডোজ নেন, তা নিশ্চিত করার পাশাপাশি, যাঁদের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি আছে, তাঁদের নির্দিষ্ট সময়ে সেই ডোজ নিতে উৎসাহিত করতে হবে।

মন্ত্রী বলেন, ‘হর ঘর দস্তক’ অভিযানে গ্রামগুলিতে প্রথমে ‘প্রচার টোলি’ পাঠাতে হবে। এই ব্যবস্থায় মানুষকে টিকা সম্বন্ধে সচেতন করে তোলা হবে। এরপর, ‘ভ্যাক্সিনেশন টোলি’ পাঠাতে হবে, যাতে প্রাপ্ত বয়স্ক সকলে টিকা নেন। নির্ধারিত অঞ্চলে সকলে যাতে টিকাদান হয়, তা নিশ্চিত করার জন্য ছোট ছোট দল পাঠাতে হবে। এই কাজে জেলা ও ব্লক স্তরে পরিকল্পনা করতে হবে। মন্ত্রী কোভিড পরিস্থিতি পর্যালোচনা করার সময় বলেন, দেশ থেকে করোনা ভাইরাসের বিপদ এখনও দূর হয়নি। তাই, আমাদের প্রয়োজনীয় বিধি মেনে চলতে হবে। সিঙ্গাপুর, বৃটেন, রাশিয়া ও চীনে ৮০ শতাংশ টিকাকরণের পরও সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। টিকাকে সুরক্ষা কবচ বলে আখ্যা দিয়ে শ্রী মান্ডভিয়া বলেন, প্রধানমন্ত্রীর ‘দওয়াই ভি কড়াই ভি’ মন্ত্র সকলে যদি মেনে চলেন, তা হলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা বিজয়ী হবো।

রাজ্যগুলির স্বাস্থ্য মন্ত্রীরা টিকা, ওষুধ এবং কোভিড ব্যবস্থাপনার জন্য আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যেসব জেলায় টিকাকরণের হার কম, সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ডঃ মান্ডভিয়া রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি ‘হর ঘর দস্তক’ কর্মসূচির বাস্তবায়নে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। বৈঠকে স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

CG/CB/SB



(Release ID: 1771186) Visitor Counter : 170