প্রধানমন্ত্রীরদপ্তর
রোমে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
Posted On:
31 OCT 2021 9:48PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩১ অক্টোবর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতালীর রোমে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ৩১ অক্টোবর স্পেনের প্রধানমন্ত্রী মিঃ পেড্রো স্যাঞ্চেজ-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
উভয় নেতা ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে এবং এয়ারবাস স্পেন থেকে ৫৬টি সি২৯৫টি এয়ারক্র্যাফ্ট সংগ্রহের জন্য সমঝোতাপত্র স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করেন। এর মধ্যে ৪০টি বিমান টাটা অ্যাডভান্সড সিস্টেমস ভারতে তৈরি করবে। বৈদ্যুতিন পদ্ধতিতে যোগাযোগ, পরিবেশ বান্ধব প্রযুক্তি, উন্নত ধাতব পদার্থ এবং গভীর সমুদ্রে উত্তোলনের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় নেতা সহমত পোষণ করেন। প্রধানমন্ত্রী স্পেনকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানী, পরিকাঠামো এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়াও ভারতের জাতীয় পরিকাঠামো পাইপ লাইন, সম্পদের মুদ্রাকরণ পরিকল্পনা এবং গতিশক্তি প্রকল্পের সুবিধা নিতে পরামর্শ দেন।
উভয় নেতা ভারত-ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক, জলবায়ু পরিবর্তন সমস্যার সমাধানে সহযোগিতা এবং আসন্ন সিওপি২৬ সম্মেলনের বিষয়ে আলোচনা করেন। এছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পেয়েছে। এর মধ্যে আফগানিস্তান ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি উল্লেখযোগ্য।
প্রধানমন্ত্রী আগামী বছর মিঃ স্যাঞ্চেজের ভারত সফরের সময় তাঁকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন বলে জানান।
CG/CB/NS
(Release ID: 1768580)
Visitor Counter : 173
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam