কেন্দ্রীয়লোকসেবাআয়োগ
azadi ka amrit mahotsav

তপশিলি জাতি/উপজাতি/অন্যান্য অনগ্রসর শ্রেণী/আর্থিকভাবে দুর্বল শ্রেণী/বিশেষভাবে সক্ষম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য ইউপিএসসি হেল্পলাইন নম্বর চালু করেছে

Posted On: 20 OCT 2021 3:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ অক্টোবর, ২০২১


ভারতের স্বাধীনতার ৭৫-তম বার্ষিকীর স্মরণে দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করা হচ্ছে । এরই অঙ্গ হিসেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন – ইউপিএসসি একটি হেল্পলাইন নম্বর চালু করেছে । টোল ফ্রি এই নম্বরটি হল – 1800118711 । মূলত তপশিলি জাতি(এসসি), তপশিলি উপজাতি(এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণী(ওবিসি), আর্থিকভাবে দুর্বল শ্রেণী(ইডব্লুইএস) এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তি (পিডব্লুইবিডি) পরীক্ষার্থীদের জন্য এই টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে । এই শ্রেণীভুক্ত পরীক্ষার্থী, যারা পরীক্ষার জন্য আবেদন করেছেন অথবা কমিশনের পরীক্ষা/নিয়োগের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের বিশেষ কাজে লাগবে এই নম্বর ।

সপ্তাহে সকল কাজের দিনে অফিস চলাকালীন সময়ে এই হেল্পলাইন নম্বরটি চালু থাকবে । উপরোক্ত শ্রেণীভুক্ত প্রার্থীরা যে কোন পরীক্ষা /নিয়োগের আবেদন, ফর্ম পূরণ বা কমিশনের পরীক্ষা /নিয়োগ সংক্রান্ত যে কোন সমস্যার সম্মুখীন হলে বা প্রশ্নের জন্য এই সুনির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সাহায্য চাইতে পারেন ।  

 

CG/SS/RAB


(Release ID: 1765291) Visitor Counter : 1091