প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২৪শে অক্টোবরের মন কি বাত অনুষ্ঠানের জন্য সকলের মতামত আহ্বান করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 16 OCT 2021 9:45AM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৬ই অক্টোবর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪শে অক্টোবর রবিবার মন কি বাত অনুষ্ঠানের ৮২তম পর্বে সকলকে তাঁদের মতামত জানাতে আহ্বান করেছেন। নমো অ্যাপ, মাই গভে এই মতামত পাঠানো যাবে। এছাড়াও যে কেউ  1800-11-7800-এ তাঁর বক্তব্য রেকর্ড করে পাঠাতে পারেন। 


এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এই মাসে ২৪ তারিখে #MannKiBaat সম্প্রচারিত হবে। এই পর্বে আপনাদের মতামত আমাকে জানান। নমো অ্যাপ, @mygovindia  মতামত লিখে পাঠান। যে কেউ 1800-11-7800-এ তাঁর বক্তব্য রেকর্ড করেও পাঠাতে পারেন। https://t.co/QjCz2bvaKg"


CG/CB/SFS


(Release ID: 1764333) Visitor Counter : 194