কয়লামন্ত্রক

এনএলসি ইন্ডিয়া লিমিটেড কয়লার উৎপাদন বাড়াতে সচেষ্ট হয়েছে

আগামী বছর থেকে উৎপাদন ক্ষমতা ৪ থেকে ২০ মিলিয়ন টন হবে

Posted On: 13 OCT 2021 3:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ অক্টোবর, ২০২১

 

 এনএলসি ইন্ডিয়া লিমিটেড, একটি নবরত্ন পাবলিক সেক্টর ইউনিট, ওড়িশার তালাবিরার ২ ও ৩ নম্বর ওপেন কাস্ট কয়লা খনি থেকে এবছর এ পর্যন্ত পূর্ণ সময় ধরে খননকার্য চালিয়ে ২ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে।

এনএলসিআইএল- চলতি বছরে ৪ মেট্রিক টন লক্ষ্যমাত্রা থেকে বাড়িয়ে প্রতিবছর ৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা তৈরির জন্য পদক্ষেপ নিয়েছে। কয়লার ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে সংস্থাটির পক্ষে তালাবিরা খনি থেকে এ বছর ১০ মেট্রিক টন পর্যন্ত কয়লা উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তী বছরে এই উৎপাদন বাড়িয়ে ২০ মেট্রিক টন করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে।

এখান থেকে উৎপাদিত কয়লা এনএলসিআইএল- তাদের সহায়ক সংস্থা তুতিকোরিনে এনএলসি তামিলনাড়ু পাওয়ার লিমিটেডে পাঠানো হচ্ছে।

কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের সাম্প্রতিক খনি ও খনিজ বিষয়ক সংশোধনী আইন অনুযায়ী, তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার প্রয়োজনীয়তা পূরণের পর অতিরিক্ত কয়লা বিক্রির জন্য খনি গুলিকে বলা হয়েছে। অতিরিক্ত কয়লা বিক্রির জন্য কয়লা মন্ত্রকের অনুমতির প্রয়োজন।

 

CG/ SB



(Release ID: 1763760) Visitor Counter : 136