প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অভিনেতা শ্রী নেড়ুমুড়ি বেণুর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

Posted On: 11 OCT 2021 10:59PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১১ই অক্টোবর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অভিনেতা শ্রী নেড়ুমুড়ি বেণুর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

এক  ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেছেনঃ

“ শ্রী নেড়ুমুড়ি বেণু ছিলের একজন বহুমুখী প্রতিভাবান অভিনেতা। দীর্ঘদিন ধরে তিনি নানা ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ছিলেন একজন লেখক এবং নাট্য অনুরাগী। তাঁর প্রয়াণ চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের পক্ষে বিরাট ক্ষতি। তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধ ভক্তদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।“

 

CG/CB/SFS


(Release ID: 1763191) Visitor Counter : 147