সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী মনসুখ মান্ডভিয়া সার ও রসায়ন মন্ত্রকের উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেছেন

Posted On: 04 OCT 2021 3:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ঠা অক্টোবর , ২০২১

 

কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া সার ও রসায়ন মন্ত্রকের উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির ভার্চ্যুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেছেন। এই উৎসবের অঙ্গ হিসাবে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিকাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (এনআইপিইআর) এসএএস নগরে সপ্তাহব্যাপী বক্তৃতামালা, সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী মান্ডিভিয়া বলেন, ভারতকে বিশ্বের ওষুধের ভান্ডার হিসাবে সঠিকভাবে অভিহিত করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে জেনেরিক ওষুধ রপ্তানি করা হয়। এনআইপিইআর ভারতে ওষুধ শিল্পের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের পাঠক্রম ও গবেষণাগুলি যাতে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সহ বিভিন্ন শিল্প সংস্থার কাজে লাগে, তার জন্য তিনি প্রয়োজনীয় পরিকল্পনা করার পরামর্শ দেন। মন্ত্রী বলেন, স্বাধীনতা ৭৫তম বর্ষে ফার্মাসিউটিকালস্‌ দপ্তর ও এনআইপিইআর আগামী ২৫ বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে। আজ আমরা গুরুত্বপূর্ণ ওষুধের উপাদানগুলি আমদানি করে থাকি। এই পরিস্থিতির পরিবর্তন আগামী ২৫ বছরের মধ্যে করতে হবে। শ্রী মান্ডভিয়া বলেন, কোভিড-১৯ টিকা রেকর্ড সময়ে উদ্ভাবন করে ভারত দেখিয়েছে এদেশের মানবসম্পদ ও মেধার কোনও ঘাটতি নেই। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের বিজ্ঞানী ও গবেষকদের উপর আস্থাশীল। তাই, পিএম-গরিব কল্যাণ যোজনায় বিজ্ঞানী ও গবেষকদের টিকা নিয়ে কাজ করার জন্য ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারতের প্রথম সারির চিকিৎসা গবেষণা সংস্থা আইসিএমআর কোভ্যাকসিনের উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 

অনুষ্ঠানে এনআইপিইআর – এর চেয়ারপার্সন শ্রীমতী এস অপর্ণা, এনআইপিইআর, এসএএস – এর নির্দেশক এবং সার ও রসায়ন মন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন -  https://www.youtube.com/watch?v=OKzn4daXoXM

 

CG/CB/SB


(Release ID: 1760949) Visitor Counter : 242