অর্থমন্ত্রক
কর আরোপ (সংশোধন) আইন ২০২১-এ যে সমস্ত সংশোধন করা হয়েছে, তা কার্যকর করতে সিবিডিটি-র বিজ্ঞপ্তি জারি
Posted On:
02 OCT 2021 2:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ অক্টোবর, ২০২১
কর আরোপ (সংশোধন) আইন ২০২১ অন্য সমস্ত কিছুর সঙ্গে ১৯৬১-র আয়কর আইন সংশোধন করেছে। এই সংশোধনের উদ্দেশ্যই হল ২০১২-র ২৮ মে-র পূর্বে (যে দিন অর্থ বিল ২০১২-তে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছিলেন) ভারতীয় সম্পত্তি বিদেশে পরোক্ষ লেনদেনের ক্ষেত্রে ২০১২-র অর্থ আইনের মাধ্যমে আয়কর আইনের ৯ নম্বর ধারায় যে সমস্ত সংশোধন করা হয়েছে, তার ভিত্তিতে ভবিষ্যতে কোন কর দাবি করা যাবে না।
২০২১-এর কর আরোপ আইনে আরও বলা হয়েছে, ২০১২-র ২৮ মে-র পূর্বে ভারতীয় সম্পদের বিদেশে পরোক্ষ হস্তান্তরের ক্ষেত্রে কর আরোপের দাবি (অর্থ আইন ২০১২-র ধারা ১১৯-এর আওতায় প্রদত্ত চাহিদার বৈধতা সহ) নির্দিষ্ট শর্ত মেনে বাতিল করা হবে, সেই সঙ্গে মামলা প্রত্যাহার বা মামলা মুলতুবি রাখার জন্য হলফনামা দিয়ে জানাতে হবে যে, খরচ, ক্ষতি বা সুদ প্রভৃতির জন্য কোন দাবি দাখিল করা হবে না এবং এই ধরণের অন্যান্য শর্ত পূরণ করা হবে। এই ক্ষেত্রে প্রদত্ত / সংগৃহীত করের পরিমান উল্লিখিত শর্ত পূরণের ক্ষেত্রে কোন সুদ ছাড়াই ফেরত দেওয়া হবে। ১৯৬২-র আয়কর আইন সংশোধনের জন্য খসড়া বিধিতে উপরোক্ত নির্দিষ্ট শর্তাবলিগুলির কথাই উল্লেখ রয়েছে। একই সঙ্গে মুলতুবি হওয়া মামলা প্রত্যাহারের ফরম্যাট এবং পদ্ধতির কথাও এখানে দেওয়া রয়েছে। এসংক্রান্ত বিজ্ঞপ্তি গত ২৮ আগস্ট জনসমক্ষে প্রকাশ করে ৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের পরামর্শ / প্রস্তাব চাওয়া হয়।
সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পাওয়া পরামর্শ / প্রস্তাবগুলি খতিয়ে দেখে এবং কয়েকটি পরামর্শ অন্তর্ভুক্ত করার পর ২০২১-এর কর আরোপ আইনের নিয়মগুলি গত পয়লা অক্টোবর সরকারি গ্রেজেটে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়েছে। এই প্রেক্ষিতে ১৯৬২-র আয়কর আইনে নিম্নলিখিত বিধি-নিয়মগুলি অন্তর্ভুক্ত হয়েছে :
• ২০২১-এর কর আরোপ আইনের আওতায় ছাড় সুবিধা দাবি করার ক্ষেত্রে যোগ্য হওয়ার জন্য নির্দিষ্ট শর্তের সংস্থান; এবং
• বিচারাধীন মামলা প্রত্যাহার, খরচ ও ক্ষতির দাবি না জানানোর ক্ষেত্রে হলফনামা দাখিলের ফর্ম ও পদ্ধতি।
উপরোক্ত আইন সম্পর্কিত বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে - www.incometaxindia.gov.in.
CG/BD/AS/
(Release ID: 1760488)
Visitor Counter : 325