অর্থমন্ত্রক
ইসিএলজিএস-এর পরিধি প্রসারিত হয়েছে এবং প্রকল্পটি ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে
Posted On:
29 SEP 2021 3:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২১
ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম, ইসিএলজিএস চালু হওয়ার পর থেকে ১.১৫ কোটিরও বেশি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা গুলিতে ব্যবসার জন্য ত্রাণের পরিমাণ বেড়েছে।
এর ফলে করোনা অতি মারির কারণে শিল্পক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টিকারী সংস্থাগুলির ব্যবসা পুনরায় চালু করতে সহায়তা প্রদান করেছে।
গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মঞ্জুরীকৃত ঋণের পরিমাণ ২.৮৬ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মোট গ্যারেন্টি গুলির মধ্যে ৯৫ শতাংশই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের জন্য অনুমোদন করা হয়েছে।
সরকার বিভিন্ন শিল্প সংস্থার এবং অংশীদারদের কাছ থেকে দাবি পত্র গ্রহণ করে আসছে যাতে ব্যবসা গুলিকে সহায়তা নিশ্চিত করা যায়। করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রভাবিত ব্যবসা গুলির বেহাল অবস্থা ফিরিয়ে আনতে এই ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের সময়সীমা ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত বাড়ানোর পাশাপাশি গ্যারান্টির পরিমাণ ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
CG/ SB
(Release ID: 1759395)
Visitor Counter : 267