প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর সঙ্গে কোয়ালকমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিঃ ক্রিশ্চিয়ানো আমনের বৈঠক

Posted On: 23 SEP 2021 8:07PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৩শে সেপ্টেম্বর, ২০২১


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কোয়ালকমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিঃ ক্রিশ্চিয়ানো আমনের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে তাঁরা ভারতে টেলিযোগাযোগ ও বৈদ্যুতিন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও বৈদ্যুতিন ব্যবস্থার নকশা ও উৎপাদনের জন্য উৎসাহ ভিত্তিক উৎপাদন প্রকল্প এবং ভারতে সেমিকনডাকটরের সরবরাহ শৃঙ্খল তৈরি করা নিয়ে কথা হয়েছে।  ভারতে স্থানীয় উদ্ভাবন ব্যবস্থাপনার জন্য কৌশল নিয়েও  আলোচনা হয়েছে ।

 

CG/CB/SFS


(Release ID: 1757574) Visitor Counter : 208