ইস্পাতমন্ত্রক

ভারতীয় স্টিল প্রস্তুতকারী সংস্থার সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী বলেছেন ন্যাশনাল ইনফ্রাসট্রাকচার পাইপ লাইন ও গ্রামাঞ্চলে দেশে তৈরি ইস্পাতের ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

Posted On: 20 SEP 2021 4:20PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০  সেপ্টেম্বর, ২০২১

 

        কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী রামচন্দ্র প্রসাদ সিং ভারতীয় ইস্পাত নির্মাণ সংস্থাগুলির সংগঠন আইএসএ-এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এই সংগঠনের সদস্য সংস্থাগুলি দেশে ৯০ শতাংশ ইস্পাত উৎপাদন করে। আজকের  আলোচনায় এএম/এনএস ইন্ডিয়ার কর্ণধার দিলীপ ওমেন, সেলের চেয়ারপার্সন সোমা মন্ডল, টাটা স্টিলের টি ভি নরেন্দ্রন, জেএসডাব্লু-এর সজ্জন জিন্দল, জেএসপিএল-এর নবীন জিন্দল সহ ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় ইস্পাতের চাহিদা তৈরি, উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প, জাতীয় খনি সূচকের প্রজ্ঞাপন, পণ্য পরিবহণের বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রকল্পের ছাড়পত্র, লজিস্টিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

        মন্ত্রী বৈঠকে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আবাসন, গ্যাস শিল্প, জলের পাইপ লাইনের মতো বিভিন্ন ক্ষেত্রে ইস্পাতের ব্যবহার বাড়ানোর ওপর প্রচার চালানো হবে। ইস্পাত শিল্পের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনার জন্য মন্ত্রী ইস্পাত মন্ত্রকের আধিকারিকদের সক্রিয় হওয়ার পরামর্শ দেন। উৎসাহ ভিত্তিক উৎপাদন প্রকল্পের নীতি-নির্দেশিকা দ্রুত প্রকাশ করার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। জলপথে ইস্পাতের পরিবহণের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে ইস্পাত শিল্পের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য নিয়মিত আলোচনা চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইস্পাত শিল্পের কাঁচামাল এবং উৎপাদিত সামগ্রী মূলত রেলপথে পরিবহণ হওয়ায় মন্ত্রী রেল মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্ব দেন। পরিবেশ দূষণ রোধে হাইড্রোজেনকে জ্বালানী হিসেবে ব্যবহার করার তিনি পরামর্শ দিয়েছেন।  

        আইএসএ-র সদস্যরা মন্ত্রকের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। ১৪৫ রকমের ভারতীয় মানের ইস্পাতের জন্য কোয়ালিটি কন্ট্রোল অর্ডার সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইএসএ অনুরোধ করেছে। এর ফলে আগামীদিনে ইস্পাত শিল্পে বিনিয়োগ বাড়বে। বৈঠকে কাঁচামাল সরবরাহ এবং লজিস্টিকের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। ২০২১এর এমএমডিআর সংশোধনী আইন অনুযায়ী জাতীয় খনিজ পদার্থ সূচক দ্রুত চালু করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারকে অনুরোধ জানিয়েছে। দেশে ইস্পাতের চাহিদা বাড়ানোর জন্য মন্ত্রকের সাহায্য চাওয়া হয়েছে। বিভিন্ন ইস্পাত প্রকল্পে পরিবেশ ও বন দপ্তরের ছাড়পত্রের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।  

        মন্ত্রী জানান ইস্পাত মন্ত্রক আত্মনির্ভর ভারত অভিযানকে সফল করার জন্য অঙ্গীকারবদ্ধ। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ছোট-বড় বিভিন্ন সংস্থার সঙ্গে মন্ত্রক আগের মতোই এখনও নিয়মিত যোগাযোগ রেখে চলবে। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে শিল্প সংস্থাগুলিকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।  

 

CG/CB/NS



(Release ID: 1756519) Visitor Counter : 113