শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

বাণিজ্য ও শিল্প মন্ত্রক আগামী ২০-২৬-শে সেপ্টেম্বর ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করবে

Posted On: 19 SEP 2021 2:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২১

 

দেশের স্বাধীনতার ৭৫ বছর এবং তার গৌরবময় ইতিহাস উদযাপনের অঙ্গ হিসেবে বাণিজ্য ও শিল্প মন্ত্রক ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের অঙ্গ হিসেবে আগামী সপ্তাহ জুড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে । 

বাণিজ্য বিভাগ ২০-২৬ সেপ্টেম্বর ‘বাণিজ্য সপ্তাহ’(বাণিজ্য ও শিল্প সপ্তাহ) উদযাপন করবে । 'আত্মনির্ভর ভারত'এর বিষয়কে তুলে ধরে দেশকে এক উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য দেশব্যাপী বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এমনকী দেশের ৭৩৯টি জেলায় ‘বাণিজ্য উৎসব’, রপ্তানিকারক সম্মেলন এবং ‘ফ্রম ফ্রেম টু ফরেন ল্যাণ্ড’-এর ওপর বিশেষ জোর দিয়ে সবুজ ও স্বচ্ছ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা নিয়েও আলোচনার আয়োজন করা হয়েছে ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে ১৫-ই অগাস্ট লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রতিটি জেলাকে রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন । সেই আহ্বানে সাড়া দিয়ে ২০২০ সালে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে ‘এক জেলা এক পণ্য’ কর্মসূচির সূচনা করা হয় । এই কর্মসূচি জেলার প্রকৃত সম্ভাবনাকে তুলে ধরতে, আর্থিক বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে । এর ফলে দেশ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে । 

বাণিজ্য উৎসব চলাকালীন ২৪-২৬-শে সেপ্টেম্বর দেশের ৭০০টি জেলায় রপ্তানিকারক সম্মেলন, রপ্তানিকারকদের নিয়ে বৈঠক আয়োজন করা হবে । একই সঙ্গে দেশের ১০০টি জেলায় সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং রপ্তানি ও বিপণন উন্নয়ন সহকারী সংস্থার সঙ্গে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের সহযোগিতায় এক বৃহৎ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং উত্তর-পূর্বে – এই পাঁচটি অঞ্চলে “আজাদি ও রপ্তানি বিষয়ে উৎসাহদান / আমদানির বিকল্প – আত্মনির্ভরতার লক্ষ্যে” বিষয়ের ওপর ৫টি জাতীয় সভা ও প্রদর্শনীর আয়োজন করেছে । ‘বাণিজ্য সপ্তাহ’ উদযাপনের অঙ্গ হিসেবে ২১ ও ২২ সেপ্টেম্বর ১৪টি রপ্তানিক্ষেত্রে উৎসাহদান পর্ষদ (এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল) বিশেষ অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করেছে । এই অনুষ্ঠানে স্থানীয় রপ্তানিকারক, উৎপাদক সংস্থা এবং শিল্প কেন্দ্রগুলি যোগ দেবে । মূলত এই ক্ষেত্রে উৎসাহদানে এধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে । একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরাও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন । শিল্প ক্ষেত্রে উৎসাহদান ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতর(ডিপিআইআইটি) জাতীয় এক জানালা ব্যবস্থাপনা এবং শিল্প পার্ক রেটিং ব্যবস্থাপনা নামে দুটি কর্মসূচির সূচনা করবে । এমনকি ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভলপমেন্ট কর্পোরেশন (এনআইসিডিসি) কলকাতা, চেন্নাই এবং মুম্বাই বন্দরে কর্মসংস্থান, কাজের অগ্রগতি, ব্যবসায়িক সুযোগসুবিধা ইত্যাদি বিষয় তুলে ধরবে। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫০টিরও বেশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নতিসাধনের পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলে স্বচ্ছতার প্রচারাভিযান, বৃক্ষরোপনের ওপর বিশেষ জোর দিয়েছেন । প্রতিটি রাজ্যেই আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করা হচ্ছে । এই উদযাপন অনুষ্ঠানের মাধ্যমে দেশের সামাজিক-সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে ।

 

CG/SS/RAB



(Release ID: 1756312) Visitor Counter : 332