আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

উপজাতি বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা দুদিনের আসাম সফরের প্রথম দিনে উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বিষয় নিয়ে পর্যালোচনা করেছেন

Posted On: 12 SEP 2021 5:04PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১২ সেপ্টেম্বর, ২০২১

 

‘বন ধন’ যোজনা আসামে উপজাতি অঞ্চলের মানুষের জীবিকা ও উদ্যোগ ক্ষেত্রে উন্নতিসাধনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি একলব্য বিদ্যালয়গুলি উপজাতি অঞ্চলের শিশুদের অভিন্ন এবং উচ্চ মানের শিক্ষা প্রদানে সাহায্য করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা। আসামের গুয়াহাটিতে আজ রাজ্য অতিথি নিবাসে একথা বলেন তিনি।

শ্রী মুন্ডা দুদিনের আসাম সফরের প্রথম দিনে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেন। রাজ্যের উপজাতি অঞ্চলের মানুষের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বিষয় নিয়েও পর্যালোচনা করেন তিনি। এই বৈঠকে আসাম সরকারের প্রধান সচিব, ট্রাইফেডের ম্যানিজিং ডিরেক্টর এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

বৈঠকে আসামে উপজাতিদের জীবনযাত্রার উন্নতিসাধনে যেসব কর্মসূচি রূপায়ণ করা হয়েছে তার অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য, এর আগে আগস্ট মাসে আসামের মুখ্যমন্ত্রী নতুন দিল্লিতে ট্রাইফেড প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছিলেন। এদিনের বৈঠকে উপজাতি অঞ্চলের উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনাগুলিও তুলে ধরা হয়। 

দুদিনের সফরে শ্রী মুন্ডার সঙ্গে রয়েছেন ট্রাইফেডের ম্যানিজিং ডিরেক্টর শ্রী প্রবীর কৃষ্ণ এবং মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। 

উল্লেখ্য, উত্তরপূর্বের রাজ্যগুলির মধ্যে আসামে ৩,৩০৮,৫৭০ জন বনাঞ্চলে বসবাসকারী মানুষ রয়েছেন। এদের উন্নতিসাধনে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য গত ২ বছর ধরে একাধিক পদক্ষেপও গ্রহণ করেছে। এই সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় মন্ত্রী আসামের রাজ্যপাল শ্রী জগদীশ মুখীর সঙ্গেও বৈঠক করবেন। একটি ‘বন ধন’ কর্মশালার পরিদর্শন এবং এই প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতার কর্মসূচিও রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। 

 

CG/SS/SKD/


(Release ID: 1754398) Visitor Counter : 349