প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আগামীকাল সর্দারধাম ভবন লোকার্পণ এবং সর্দারধাম দ্বিতীয় পর্বে কন্যা ছাত্রী নিবাসের ভূমি পুজোয় অংশ নেবেন

Posted On: 10 SEP 2021 1:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১১ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ১১টায় সর্দারধাম ভবন লোকার্পণ এবং সর্দারধাম দ্বিতীয় পর্বে কন্যা ছাত্রী নিবাসের ভূমি পুজোয় অংশ নেবেন

সর্দারধাম সমাজের দুর্বলতর শ্রেণীর মানুষের শিক্ষা, সামাজিক অবস্থার পরিবর্তন এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। যুবসম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেও সর্দারধাম বড় ভূমিকা পালন করে। আমেদাবাদে গড়ে ওঠা সর্দারধাম ভবনে আধুনিক সুযোগ-সুবিধা সহ ছাত্রছাত্রীদের জন্য যাবতীয় অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। কন্যা ছাত্রী নিবাসটিতে ২ হাজার জন বালিকা তাদের পারিবারিক আর্থিক অবস্থা নির্বিশেষে থাকতে পারবেন। 

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।

 

CG/BD/SB


(Release ID: 1753919) Visitor Counter : 160