স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ কোটি ১৩ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

এ পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণের ৬৯ কোটি ৯০ লক্ষেরও বেশি ডোজ দেওয়া হয়েছে
কোভিড মুক্ত হওয়ার হার বর্তমানে ৯৭.৪৮ শতাংশ
গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২২২ জন
ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪; মোট সংক্রমিতের ১.১৯ শতাংশ চিকিৎসাধীন
সাপ্তাহিক সংক্রমিতের হার ২.৫৬ শতাংশ, যা গত ৭৪ দিন ধরে ৩ শতাংশের নীচে রয়েছে

Posted On: 07 SEP 2021 9:53AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ সেপ্টেম্বর, ২০২১

 

দেশে এ পর্যন্ত ৬৯,৯০,৬২,৭৭৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে  ১,১৩,৫৩,৫৭১ জনকে, যা টিকাকরণের ইতিহাসে এক নজির সৃষ্টি করেছে। ১১ দিনের মধ্যে এ নিয়ে তিনবার একদিনে ১ কোটিরও বেশি টিকা দেওয়া হ’ল।

স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১,০৩,৬১,৩৯২ জন টিকার প্রথম ডোজ এবং ৮৫,০১,৪৯০ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩,৩১,৪৩৩ জন প্রথম ডোজ এবং ১,৩৬,৫৮,২৭৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২৭,৭৬,৪৪,৭৮৪ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩,৫৯,১৬,৯২৭ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৩,৮০,২৬,৬৯৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫,৮৯,৭০,৪৩৪ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ৯,০৩,৫১,৫২০ জন প্রথম ডোজ এবং ৪,৭২,৯৯,৮২৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।      

২১ জুন থেকে সর্বজনীন টিকাকরণের নতুন পর্যায় শুরু হয়েছে। দেশ জুড়ে টিকাকরণ অভিযানকে আরও দ্রুত করার জন্য কেন্দ্র অঙ্গীকারবদ্ধ।   

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৯৪২ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ২২ লক্ষ ২৪ হাজার ৯৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৭.৪৮ শতাংশ।    

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। গত ৭২ দিন ধরে নতুন করে সংক্রমিত হচ্ছেন ৫০ হাজারেরও কম। কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মিলিত প্রয়াসের সুফল পাওয়া যাচ্ছে। দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। বর্তমানে ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ১.১৯ শতাংশ চিকিৎসাধীন।  

দেশ জুড়ে নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গতকাল ১৫ লক্ষ ২৬ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৫৩ কোটি ৩১ লক্ষ ৮৯ হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

একদিকে যখন নমুনা পরীক্ষা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের হার নিম্নমুখী। বর্তমানে এই হার ২.৫৬ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ২.০৫ শতাংশ। গত ৮ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের কম আর ৯২ দিন ধরে ৫ শতাংশের কম।    

 

CG/CB/SB


(Release ID: 1752928) Visitor Counter : 217