আয়ুষ
azadi ka amrit mahotsav

আয়ুষ মন্ত্রকের “আয়ুষ আপকে দ্বার” কর্মসূচির সূচনা করেছেন ডাঃ মুঞ্জাপারা মহেন্দ্রভাই

Posted On: 03 SEP 2021 4:55PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ৩ সেপ্টেম্বর, ২০২১

 

        আয়ুষ মন্ত্রক আজ দেশের ৪৫টি জায়গা থেকে “আয়ুষ আপকে দ্বার” কর্মসূচির সূচনা করেছে। মন্ত্রকের কর্মীদের ঔষধী গাছের চারা বিতরণ করে নতুন দিল্লীর আয়ুষ ভবন থেকে ডাঃ মুঞ্জাপারা মহেন্দ্রভাই এই কর্মসূচির সূচনা করেন। তিনি উপস্থিত সকলকে এই গাছগুলিকে নিজেদের পরিবারের সদস্য বলে বিবেচনা করার অনুরোধ জানান এবং এগুলির যথাযথ যত্নের প্রস্তাব দেন।

        আজ ২১টি রাজ্যে ২ লক্ষ চারাগাছ এই উপলক্ষ্যে বিতরণ করা হয়েছে। মুম্বাই থেকে আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোওয়াল কর্মসূচির সূচনা করেন। এক বছরের মধ্যে দেশে ৭৫ লক্ষ বাড়িতে ঔষধী গাছের চারা বিতরণ করায় এই কর্মসূচির মূল উদ্দেশ্য। যেসব গাছের চারা বিতরণ করা হয়েছে সেগুলি হল : তেলপাতা, স্টেভিয়া, অশোক, জাতামাংসী, গুলঞ্চ, অশ্বগন্ধা, কুমারী, শতভোরী, লেমনগ্র্যাস, তুলসী, স্বর্পগন্ধা, কালমেঘ, ব্রাহ্মী এবং আমলকী।

        অনুষ্ঠানে আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা, বিশেষ সচিব শ্রী পি কে পাঠক, যুগ্ম সচিব শ্রী ডি সেন্থিল পান্ডিয়ান সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই ওয়াই ব্রেক অ্যাপের সূচনা করা হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন আয়ুষ ওষুধ বিতরণ করা হয়েছে। ওয়াই ব্রেক অ্যাপের বিষয়ে রবিবার একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। আগামীকাল স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে বক্তৃতামালার আয়োজন করা হয়েছে।

 

CG/CB/NS


(Release ID: 1752159) Visitor Counter : 232