নারীওশিশুবিকাশমন্ত্রক

কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জাতীয় সম্মেলনে পৌরহিত্য করলেন

Posted On: 01 SEP 2021 8:36AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০ ১ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানী গুজরাটের কেভাডিয়ায় গত ৩০ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে পৌরহিত্য করেন। এই সম্মেলনে বিভাগীয় প্রতিমন্ত্রী ডঃ মহেন্দ্রভাই মুঞ্জপারা সহ রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মহিলা ও শিশুকল্যাণ দপ্তরের মুখ্য সচিবরা অংশ নেন। 

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচির কার্যকর রূপায়ণ ও সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনার উপযুক্ত মঞ্চ এই জাতীয় সম্মেলন। 

স্ট্যাচু অফ ইউনিটিতে ভারতের লৌহপুরুষ ও মহান চিন্তাবিদ সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে গতকাল মঙ্গলবার মূল অনুষ্ঠানের সূচনা হয়। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী ইরানী, সর্দার প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। 

সম্মেলনে মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। পরে, শ্রীমতী ইরানী সম্মেলনে মূল ভাষণ দেন। তিনি পুষ্টি মিশনের দ্বিতীয় পর্যায়ের রূপায়ণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, পয়লা সেপ্টেম্বর থেকে পোষণ মাস শুরু হতে চলেছে। এই প্রেক্ষিতে তিনি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নয়নে রাজ্যগুলিকে অনুরোধ জানিয়ে শ্রীমতী ইরানী পোষণ মাস চলাকালীন মোবাইল ফোন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের কথা উল্লেখ করেন। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহিলা কেন্দ্রিক উন্নয়নের যে পরিকল্পনা নিয়েছেন তার গুরুত্ব উল্লেখ করে শ্রীমতী ইরানী জানান, কর্মরত মহিলাদের হোস্টেল গড়ে তোলার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। ভিন্ন রাজ্যে গিয়ে যে সমস্ত মহিলা ও কম বয়সী মেয়েরা কর্মসূত্রে থাকেন তাদের সুবিধার্থেই এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মিশন শক্তি অভিযানের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি ওয়ান স্টপ সেন্টার-এর সংখ্যা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন, যাতে দেশের বাকি জেলাগুলিতেও মহিলাদের সাহায্যের জন্য এধরণের কেন্দ্র গড়ে তোলা যায়। 

বিভাগীয় প্রতিমন্ত্রী ডঃ মুঞ্জপারা বলেন, এই সম্মেলন প্রকৃত পক্ষেই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আদর্শকেই প্রতিফলিত করে। 

 

CG/BD/SKD/



(Release ID: 1751191) Visitor Counter : 203