স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৬৩ কোটি ৪৩ লক্ষ ছাড়িয়েছে
বর্তমানে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯০৯
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭৬ হাজার ৩২৪, যা মোট আক্রান্তের ১.১৫ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৪১ শতাংশ, যা গত ৬৬ দিন ৩ শতাংশের নীচে
Posted On:
30 AUG 2021 10:05AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ আগস্ট, ২০২১
দেশে গত ২৪ ঘন্টায় ৩১ লক্ষ ১৪ হাজার ৬৯৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরফলে, আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট ৬৩ কোটি ৪৩ লক্ষ ৮১ হাজার ৩৫৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
আজ সকাল ৮-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
|
১,০৩,৫৭,৪৫৬
|
দ্বিতীয় ডোজ
|
৮৩,৫৫,৭৩৭
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
|
১,৮৩,১৯,৩৮৭
|
দ্বিতীয় ডোজ
|
১,৩০,৮৪,৩৬৯
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২৪,৪১,৭৬,১১৩
|
দ্বিতীয় ডোজ
|
২,৬৫,২৮,৩৮৫
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
১২,৯৩,৮৮,৭৮২
|
দ্বিতীয় ডোজ
|
৫,৩৪,৭৬,০০৮
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
|
৮,৬২,৬৪,৫৫০
|
দ্বিতীয় ডোজ
|
৪,৪৪,৩০,৫৭১
|
মোট
|
৬৩,৪৩,৮১,৩৫৮
|
কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।
দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৪ হাজার ৭৬৩ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লক্ষ ২৩ হাজার ৪০৫।
একই ভাবে দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৫১ শতাংশ।
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা গত ৬৪ দিন ৫০ হাজারের নিচে রয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯০৯।
দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ লক্ষ ৭৬ হাজার ৩২৪। এরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ১.১৫ শতাংশ।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১৪ লক্ষ ১৯ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৫২ কোটি ১ লক্ষ ৪৬ হাজার ৫২৫।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.৪১ শতাংশ, যা গত ৬৬ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ৩.০২ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৮৪ দিন ৫ শতাংশের নীচে রয়েছে।
CG/BD/AS/
(Release ID: 1750514)
Visitor Counter : 179
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam