তথ্যওসম্প্রচারমন্ত্রক
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শ্রী এল মুরুগান দুদিনের মহীশূর সফর করবেন
प्रविष्टि तिथि:
28 AUG 2021 6:12PM by PIB Kolkata
বেঙ্গালুরু, ২৮ আগস্ট, ২০২১
কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার প্রতিমন্ত্রী শ্রী এল মুরুগান দুদিনের কর্ণাটক সফরে আগামীকাল মহীশূর পৌঁছচ্ছেন। দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে 'আজাদী কা অমৃত মহোৎসব'- এর অঙ্গ হিসেবে আঞ্চলিক আউট্রিচ ব্যুরোর মহীশূর ফিল্ড অফিসে তিনি তিনদিনের এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন।
এর পরে তিনি আকাশবাণী মহীশূরে সঙ্গীত শিক্ষকদের একটি ফোটো গ্যালারি পরিদর্শন করবেন।
পরদিন সকালে তিনি আকাশবাণী মহীশূর পরিদর্শনের আগে সুত্তুর মঠের জগদগুরু ডক্টর শিবরাত্রি রাজেন্দ্র মহাস্বামীজীর ১০৬ তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর তিনি মহীশুরের জে এস এস কলেজ অফ আর্টস কমার্স এন্ড সাইন্স-এর কমিউনিটি রেডিও স্টেশনের উদ্বোধন করবেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1750044)
आगंतुक पटल : 201