স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
এযাবৎ একদিনে সর্বাধিক ১ কোটির বেশি টিকাকরণের সঙ্গে সঙ্গে ভারতে আরও একটি সাফল্যের মাইলফলক অর্জিত
দেশে সামগ্রিক ভাবে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫২ কোটির মাইলফলক ছাড়িয়েছে
বর্তমানে সুস্থতার হার ৯৭.৫৬ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৭৫৯
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫, যা মোট আক্রান্তের ১.১০ শতাংশ
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৬৬ শতাংশ, যা গত ৩৩ দিন ৩ শতাংশের নীচে
Posted On:
28 AUG 2021 9:45AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ আগস্ট, ২০২১
দেশে শুক্রবার ১ কোটির বেশি কোভিড-১৯ টিকাকরণের সঙ্গে আরও একটি সাফল্যের মাইলফলক অর্জিত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় ১ কোটি ৩ লক্ষ ৩৫ হাজার ২৯০টি টিকাকরণের ফলে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৬২ কোটি ২৯ লক্ষ ৮৯ হাজার ১৩৪ হয়েছে।
আজ সকাল ৮-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।
দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৩১ হাজার ৩৭৪ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৫২ হাজার ৮০২।
একই ভাবে দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৫৬ শতাংশ।
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা গত ৬২ দিন ৫০ হাজারের নিচে রয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৭৫৯।
দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫। এরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ১.১০।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১৭ লক্ষ ৬১ হাজার ১১০টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫১ কোটি ৬৮ লক্ষ ৮৭ হাজার ৬০২।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.১৯ শতাংশ, যা গত ৬৪ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৬৬ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৩৩ দিন ৩ শতাংশের নীচে রয়েছে এবং গত ৮২ দিন ৫ শতাংশের নীচে।
CG/BD/AS/
(Release ID: 1750005)
Visitor Counter : 162