প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

মিশন সাগর- ভারতীয় নৌবাহিনীর জাহাজ ঐরাবত চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে

प्रविष्टि तिथि: 24 AUG 2021 11:51AM by PIB Kolkata

নতুন দিল্লি,২৪ আগস্ট, ২০২১

 

ভারতীয় নৌবাহিনীর জাহাজ ঐরাবত আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় তানজং প্রিয়ক বন্দরে গিয়ে পৌঁছেছে। ইন্দোনেশিয়া সরকারের চাহিদা অনুযায়ী ওই জাহাজে দশটি কন্টেনার ভর্তি তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পাঠানো হয়েছে।

চিকিৎসা সরঞ্জাম নামানোর কাজ শেষ হলে মিশন সাগর-এর অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ঐরাবত ওই অঞ্চলের অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলিতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ধারা অব্যাহত রাখবে।

এই জাহাজটির মাধ্যমে এর আগেও ভারত মহাসাগরের তীরে বিভিন্ন দেশে চিকিৎসা সরঞ্জাম ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে। যেমন এর আগেও ইন্দোনেশিয়াতে গত ২৪ জুলাই ৫ টি কন্টেইনারে ১০০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করা হয়েছে, তেমনি ৩০০ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর দেওয়া হয়েছে।

ভারত এবং ইন্দোনেশিয়া একটি শক্তিশালী সাংস্কৃতিক বন্ধন এবং সহযোগিতাপূর্ণ মনোভাব রেখে চলে। ইন্দো- প্রশান্ত মহাসাগরে সমুদ্র অঞ্চলে একসঙ্গে দুই দেশ কাজ করে চলেছে। এমনকি দু'দেশের নৌবাহিনীর মধ্যে নিয়মিতভাবে দ্বিপাক্ষিক এবং সমন্বিতভাবে প্রহরাও চালানো হয়।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1748548) आगंतुक पटल : 334
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam