স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫৮ কোটি ২৫ লক্ষ ছাড়িয়েছে


সুস্থতার হার ২০২০-র মার্চ থেকে এ যাবৎ সর্বোচ্চ ৯৭.৬৩ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৭২

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪, যা ১৫৫ দিনে সর্বনিম্ন

সুস্পষ্টভাবে আক্রান্তের হার দেশে মোট আক্রান্তের ১.০৩ শতাংশ; যা ২০২০’র মার্চ থেকে সর্বনিম্ন

দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৯৪ শতাংশ, যা গত ২৮ দিন ৩ শতাংশের নীচে

Posted On: 23 AUG 2021 11:50AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ অগাস্ট, ২০২১

 

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫৮ কোটি ২৫ লক্ষ ছাড়িয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ৫৮ কোটি ২৫ লক্ষ ৪৯ হাজার ৫৯৫।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

 

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৫৩,৪০৫

 

৮২,১৫,০০০

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,০৪,৩৯৭

 

,২৫,৭৪,২৬৪

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২১,৬৯,০০,৩৮৬

 

,৯৪,৭৭,৯৫৬

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১২,২৬,১৬,৫৯৯

 

,৮৭,৮৮,৯৭০

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৩৩,৩৮,৭৪৭

 

,১৯,৭৯,৮৭১

 

মোট

 

৫৮,২৫,৪৯,৫৯৫

 

কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।

দেশে গত ২৪ ঘণ্টায় আরোগ্যলাভ করেছেন ৪৪ হাজার ১৫৭ জন। এর ফলে, মহামারী শুরু সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ৬২৬।

দেশে সুস্থতার হার ২০২০-র মার্চ থেকে এ যাবৎ সর্বাধিক ৯৭.৬৩ শতাংশে পৌঁছেছে।

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের ধারাবাহিকভাবে সমন্বয়মূলক প্রয়াসের ফলে দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা গত ৫৭ দিন ৫০ হাজারের নীচে রয়েছে।

অন্যদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৭২, যা ১৬০ দিনে সর্বনিম্ন।

সুস্থতার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এবং দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা লাগাতার কমতে থাকায় দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪, যা ১৫৫ দিনে সর্বনিম্ন। সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার বর্তমানে দেশে মোট আক্রান্তের কেবল ১.০৩ শতাংশ, যা গত বছরের মার্চ থেকে সর্বনিম্ন।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১২ লক্ষ ৯৫ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫০ কোটি ৭৫ লক্ষ ৫১ হাজার ৩৯৯।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৯১ শতাংশে, যা গত ৫৯ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৯৪ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ২৮ দিন ৩ শতাংশের নীচে রয়েছে এবং গত ৭৭ দিন ৫ শতাংশের নীচে।

 

CG/BD/SB



(Release ID: 1748271) Visitor Counter : 189