প্রধানমন্ত্রীরদপ্তর

কিন্নৌরে ভূমিধ্বসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Posted On: 11 AUG 2021 9:54PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১১ই আগস্ট, ২০২১
 

 প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্নৌরে ভূমিধ্বসে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“ কিন্নৌরে ভূমিধ্বসের ঘটনাটি খুব মর্মান্তিক । শোকের এই মুহূর্তে যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। উদ্ধারকাজ চলছে, যারা আটকে পরেছেন, তাঁদের সম্ভাব্য সব রকমের সহায়তা করা হচ্ছে।“

 

CG/CB/


(Release ID: 1748211) Visitor Counter : 156