স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ –এর বিষয়ে সর্বশেষ তথ্য

Posted On: 20 AUG 2021 9:14AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২০ আগস্ট, ২০২১

 

দেশব্যাপী টিকাকরণের আওতায় এপর্যন্ত ৫৭.২২ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৭১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মোট চিকিৎসাধীন রোগীর হার ১.১২ শতাংশ, যা গত বছরের মার্চ থেকে এখনও পর্যন্ত সর্বনিম্ন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫ জন, যা বিগত দেড়শো দিনে সর্বনিম্ন। এখন আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৭.৫৪ শতাংশে। গত বছরের মার্চ থেকে আরোগ্যের হার এপর্যন্ত সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৫৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। দেশে মোট আরোগ্যলাভকারী রোগীর সংখ্যা ৩ কোটি ১৫ লক্ষ ৬১ হাজার ৬৩৫ জন। সাপ্তাহিক সংক্রমণের হার এখন ১.৯৩ শতাংশ। গত ২৫ দিনে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নীচে নেমে এসে এখন ১.৯৪ শতাংশে দাঁড়িয়েছে। এপর্যন্ত মোট ৫০.২৬ কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

CG/SS/SKD/


(Release ID: 1747578) Visitor Counter : 174