স্বরাষ্ট্র মন্ত্রক

২০২১এর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দমকল, হোমগার্ড এবং অসামরিক নাগরিক সুরক্ষা কর্মীদের রাষ্ট্রপতি পদক

Posted On: 14 AUG 2021 12:32PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৪ আগস্ট, ২০২১

দমকল, অসামরিক নাগরিক সুরক্ষা এবং হোমগার্ডে কর্মরত ব্যক্তিদের মধ্যে যাঁরা নজরকাড়া পরিষেবা দিয়েছেন তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে সাহসিকতার জন্য রাষ্ট্রপতির পদক এবং অনবদ্য কাজের স্বীকৃতিতে রাষ্ট্রপতি পদক দেওয়া হয়।
২০২১এর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দমকল বিভাগের ৮৬ জন কর্মীকে রাষ্ট্রপতি পদক দেওয়া হবে। এঁদের মধ্যে ২৬ জনকে দায়িত্ব পালনের সময় শৌর্য্য এবং সাহসীকতা প্রদর্শনের জন্য রাষ্ট্রপতির শৌর্য্য পুরস্কার দেওয়া হবে। এছাড়াও বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে ১০ জনকে এবং অনবদ্য কাজের স্বীকৃতি স্বরূপ ৫০ জনকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হবে।
হোমগার্ডে কর্মরত ৫ জন এবং অসামরিক নাগরিক সুরক্ষা কর্মীদের মধ্যে ৫০ জনকে অনবদ্য কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হবে।
দমকল বিভাগের পুরস্কার প্রাপকদের তালিকাটি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/aug/doc202181421.pdf
হোমগার্ড ও অসামরিক নাগরিক সুরক্ষা কর্মীদের মধ্যে যারা পুরষ্কৃত হবেন, তাঁদের নামের তালিকাটি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/aug/doc202181411.pdf

CG/CB/NS


(Release ID: 1745917) Visitor Counter : 215